ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বলেছেন কায়েস

অতিরিক্ত চিন্তার কোন কারণ নাই’

প্রকাশিত: ০৫:৪৫, ৬ জানুয়ারি ২০১৮

অতিরিক্ত চিন্তার কোন কারণ নাই’

স্পোর্টস রিপোর্টার ॥ নিজ দেশে খেলা। স্বাভাবিকভাবেই বাংলাদেশ ফেভারিট। ক্রিকেটাররাও তাই মনে করছেন। হোম ভেন্যুতে খেলে জেতার আত্মবিশ্বাসও সবার মধ্যে আছে। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে প্রতিপক্ষ কোন্ দল তা নিয়ে বেশি ভাবনা নেই। নিজেদের ভাল খেলাটা উপস্থাপন করাটাই এখন ব্যাপার। সামনেই ত্রিদেশীয় সিরিজ। শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়ে এ সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ। যেখানে এ দুই দলের চেয়ে বড় দলই দেশের মাটিতে বাংলাদেশের কাছে হাবুডুবু খায়। সেখানে শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়েকে নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। তাই মনে করেন ব্যাটসম্যান ইমরুল কায়েস। শুক্রবার তিনি বলেছেন, ‘অতিরিক্ত চিন্তা করার কোন কারণ নেই।’ ত্রিদেশীয় সিরিজে প্রতিপক্ষ দুদল শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়েকে নিয়ে প্রশ্ন উঠতেই ইমরুল জানান, ‘আমরা যদি আমাদের মতো খেলতে পারি তাহলে আমাদের অতিরিক্ত চিন্তা করার কোন কারণ নাই। আমরা জানি আমাদের কন্ডিশনে আমরা কতটা শক্ত দল। হ্যাঁ হাতুরা আমাদের সম্পর্কে অনেক কিছুই জানে। কিন্তু মেইন জিনিস হচ্ছে মাঠে এক্সিকিউট করা।’ জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতি চলছে এখন। এ প্রস্তুতি কেমন চলছে? ইমরুল বলেন, ‘নতুন কিছু না আসলে। এখানে আমরা অনেকদিন ধরেই অনুশীলন করছি। (খালেদ মাহমুদ) সুজন ভাই আছে, উনি আমাদের অনেক হেল্প করছেন। উনাকে আমরা ভালভাবে চিনি, উনিও আমাদের চেনেন। সবমিলিয়ে আমাদের যেসব জায়গায় উন্নতি দরকার সেগুলো নিয়ে কাজ করছি।’ ওয়ানডেতে ২০১৭ সালটি ইমরুলের জন্য খুব ভাল যায়নি। ৫ ম্যাচ খেলে একটি ম্যাচেই শুধু হাফসেঞ্চুরির ওপরে রান করতে পেরেছেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ৬৮ রানের ইনিংস খেলেছেন সেটি সবারই মাথায় আছে। কঠিন কন্ডিশনে গিয়েও হাফসেঞ্চুরি করা কম কথা নয়। যেখানে ব্যাটসম্যানরা কিছুই করতে পারেননি, সেখানে ইমরুল একটি ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন। তাই এবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ইমরুলের থাকার বিষয়টা অনেকটাই নিশ্চিত বোঝা যাচ্ছে। নিজের ব্যাটিং আর দলে থাকার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? ইমরুলকে জিজ্ঞেস করতেই তাই বলে দেন, ‘না, এইগুলো নিয়ে চিন্তা করি না। আর যতদিন খেলব নিজের ব্যাটিং নিয়েই কাজ করতে হবে। কারণ কোন ব্যাটসম্যানই তার পারফেকশনের জায়গায় যেতে পারে না। কাজেই যতদিন খেলতে হয় কাজ করতে হবে।’ সাউথ আফ্রিকার খারাপ সফরের পর নতুন বছরের শুরু নিয়ে জানাতে গিয়ে ইমরুল বলেন, ‘দেখুন যেটা হয়ে গেছে চিন্তা করে লাভ নাই। যেটা অতীত সেটা অতীতেই থেকে গেছে। সামনের দিকে যে সিরিজগুলো আছে ওইটা নিয়ে ফোকাস করা বেটার। এইগুলো নিয়ে চিন্তা করলে আমাদের জন্য ভাল।’ সিরিজ কীভাবে নিচ্ছেন? নিজেদেরই এগিয়ে রাখছেন ইমরুলও, ‘সবাই জানে আমাদের কন্ডিশনে আমরা কেমন দল। এটা মুখে বলার থেকে যদি কাজে করে দেখাতে পারি তাহলে সেটাই ভাল হবে।’ চন্দিকা হাতুরাসিংহে চলে গেলেও যেন তাকে নিয়েই আলোচনার শেষ নেই। ইমরুলের কাছেও তাই সাংবাদিকদের প্রশ্ন ছুড়ে গেল, সুজন কেমন? হাতুরাসিংহে সবাইকে সমান ট্রিট করতেন না বলে অভিযোগ। সুজন যে সবাইকে সমান ট্রিট করে, মূল্য দেয়; সেটিই জানালেন ইমরুল, ‘সুজন ভাই তো দীর্ঘদিন দলের সঙ্গে আছেন। উনি সবাইকে সমানভাবে ট্রিট করেন। আগের কোচ কি করছে না করছে সেটা তার ব্যাপার। আর একটা মানুষের কাছে সবাই ভাল হতে পারে না। ওই জিনিসগুলো নিয়ে চিন্তা না করে আমাদের নিজের নিজের কাজ নিয়ে চিন্তা করাই ভাল।’ সাকিব ও মাশরাফির ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করলেন ইমরুল, ‘মাশরাফি ভাই সবসময় মোটিভেট করার জন্য সবসময় তাতিয়ে দেয়ার মতো কথা বলে, নেতা হিসেবে তিনি সেরা। কেউ ভাল করুক, খারাপ করুক পাশে থাকে। আর সাকিব অনেক অভিজ্ঞ। বাইরে খেলে তার অভিজ্ঞতাগুলো শেয়ার করে কি করলে বেটার হয়। আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ও উঠতি খেলোয়াড়দের জন্য ইতিবাচিক।’
×