ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এ্যালকোহল পানে ক্যান্সারেরঝুঁকি

প্রকাশিত: ০৪:১৬, ৬ জানুয়ারি ২০১৮

এ্যালকোহল পানে ক্যান্সারেরঝুঁকি

এ্যালকোহল পানে স্টেম সেলের ডিএনএর স্থায়ী ক্ষতি হওয়ায় এতে বিশেষ এক ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। সিনহুয়া। গবেষণায় ব্রিটিশ বিজ্ঞানীরা দেখেছেন, এ্যালকোহল পরিশোধন করতে গিয়ে জেনেটিক্যালি মডিফায়েড ইঁদুরের শরীরে একসেটালডিহাইড নামে এক ধরনের বিষ তৈরি হয়। এ বিষ রক্তের স্টেম সেলের ডিএনএকে দুর্ভাগ্য করে স্থায়ী ক্ষতি করতে পারে। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, মাত্র দশদিন এ্যালকোহল দিলে কোন ইঁদুরের শরীরে আর ফ্রেশ রক্ত তৈরি হয় না। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে, এলকোহলের কারণে একসেটালডিহাইড নামের বিষে ডিএনএর কোষ এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে এটি আর স্বাভাবিক কাজ করতে পারে না। এ পরস্থিতিতে শরীরে ক্যান্সার কোষের সংক্রমণ হতে পারে। প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এ পরিস্থিতিতে মুখে, গলায়, শ্বাসনালী ও বুকে ক্যান্সার সংক্রমণ হতে পারে। মানব শরীর মদ্যপানজনিত এ শারীরিক ক্ষতি থেকে নিজেকে দু’ভাবে রক্ষা করে। প্রথমত সে এ্যালডিহাইড ডিহাইড্রোজেনেসিস টু (এএলডিএইচ-টু) নামে এক প্রকার এনজাইম তৈরি করে যা শরীরে একসেটালডিহাইড নামের বিষ তৈরিতে বাধা দেয়। দ্বিতীয়ত স্টেম সেলের ক্ষতিগ্রস্ত ডিএনএকে মেরামতের মাধ্যমে।
×