ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আটকাতে পারলেন না ট্রাম্প

প্রকাশিত: ০৪:১৩, ৬ জানুয়ারি ২০১৮

আটকাতে পারলেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তাকে নিয়ে প্রকাশিত হতে যাওয়া বইয়ের বক্তব্য প্রত্যাখান করেছেন। বইটিতে তার নির্বাচনী প্রচারভিযান ও প্রশাসন নিয়ে অনেক কথা রয়েছে যা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জন্য সুখকর নয়। একজন মার্কিন সাংবাদিকের লেখা বইটির প্রকাশনা আটকানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। এএফপি ও গার্ডিয়ান। ‘ফায়ার এ্যান্ড ফিউরি : ইনসাইড দি ট্রাম্প হোয়াইট হাউস’ বইটির লেখক সাংবাদিক মাইকেল উলফকে ট্রাম্প হোয়াইট হাউসে নিষিদ্ধ ঘোষণা করেছেন। নির্বাচনী প্রচারভিযান ও প্রশাসন নিয়ে লেখা বইকে ‘সম্পূর্ণ মিথ্যা’ দাবি করে ট্রাম্প বৃহস্পতিবার ট্ইুট করেন। বইটি প্রকাশে বাধা দেয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি এমন মন্তব্য করেন। তিনি টুইটারে লেখেন, ‘ভুয়া বইয়ের লেখকের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি আমি দেইনি। এই বইয়ের জন্য তার সঙ্গে কোন কথাও আমি বলিনি। বইটিকে ‘ফোনি’ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন এর বিষয় বস্তু সম্পূর্ণ মিথ্যা। এতে কাল্পনিক কাহিনী ব্যবহার করা হয়েছে যার সঙ্গে বাস্তবের কোন মিল নেই।’ সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননের কথা উল্লেখ করে ব্যাননের কথা উল্লেখ করে ট্রাম্প লিখেন ‘তার অতীত এবং তার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে তা লক্ষ্য করুন।’ ব্যাননসহ ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বইটিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে শারীরিকভাবে সমর্থ কি না তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বইটি প্রকাশে বাধা দিতে ট্রাম্প তার আইনজীবীদের নির্দেশনা দেয়ার পর প্রকাশক শুক্রবার বইটি প্রকাশ করেন। বইটি প্রকাশের কথা ছিল মঙ্গলবার কিন্তু এর আগেই গার্ডিয়ান এ বইয়ের অনেক তথ্য ফাঁস করে দেয়ার পর হোয়াইট হাউস ক্ষোভ প্রকাশ করে। ট্রাম্প প্রশাসন বইয়ের প্রকাশনা আটকে দেয়ারও চেষ্টা করলে এটি প্রকাশের তারিখ এগিয়ে আনা হয়। এ বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ব্যানন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে রবার্ট মুয়েলারের নেতৃত্বে যে তদন্ত চলছে তাতে ব্যাননের ভূমিকা ট্রাম্প প্রশাসনের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ট্রাম্প টুইটারে দাবি করেন, ব্যানন তার প্রচারাভিযান বা প্রেসিডেন্ট হওয়ার পর কোন গুরুত্বপূর্ণ অবদান রাখেননি। তাকে বরখাস্ত করার পর তার বুদ্ধিশুদ্ধিও লোপ পেয়েছে। ব্যানন দাবি করেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে তার নিজস্ব ভবন ট্রাম্প টাওয়ারে তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র কয়েকজন রুশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছিলেন। ওই রুশ কর্মকর্তারা তাকে নির্বাচনী প্রতিপক্ষ হিলারি ক্লিনটনের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই ঘটনা উল্লেখ করে ব্যানন বলেন কাজটি ছিল সম্পূর্ণ ‘রাষ্ট্রবিরোধী’ এবং ‘অদেশপ্রেমিক সুলভ’। হোয়াইট হাউসের মুখাপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, ব্যানন যেভাবে ট্রাম্প পরিবারের সমালোচনা করেছেন তা খুব ‘খারাপ ও নিম্ন রুচির’ কাজ হয়েছে। নিউ ইংল্যান্ডের একজন পুস্তক বিক্রেতার কাছ থেকে বইটির একটি কপি সংগ্রহের পর বুধবার গার্ডিয়ান বইটির বিভিন্ন তথ্য প্রকাশ করে। নিউইয়র্ক সাময়িকী, নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালও বইয়ের থেকে প্রচুর তথ্য প্রকাশ করে। বইটির প্রায় আড়াই লাখ কপি ইতোমধ্যেই প্যাকিং করা হয়েছে তবে মঙ্গলবারের আগে এগুলো ছাড়া হচ্ছে না। বইটির কোম্পানি হোল্ট এ্যান্ড কোম্পানির একজন মুখপাত্র গার্ডিয়ানকে বলেন ব্যাপক চাহিদা থাকায় বইটির সবরকম ফরম্যাটে প্রকাশনার সময় এগিয়ে আনা হয়েছে। বইটির প্রকাশনা আটকানোর ট্রাম্পের আইনী চেষ্টা সফল হবে না বলে আমেরিকান সিভিল লিবার্টিজের ডিরেক্টর বেন উইজনার আগেই বলেছিলেন। এমনকি ট্রাম্পের আইনজীবীরাও বিষয়টি নিয়ে খুব বেশি উচ্চবাচ্চ্য করেননি। একটি বই প্রকাশের আগেই তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ নজিরবিহীন ঘটনা।
×