ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন ছেলের মুক্তির দাবিতে অনশনে প্রিন্স তালাল

প্রকাশিত: ০৪:১৯, ৪ জানুয়ারি ২০১৮

তিন ছেলের মুক্তির দাবিতে অনশনে প্রিন্স তালাল

তিন ছেলের মুক্তির দাবিতে অনশন পালন করছেন সৌদি আরবের প্রভাবশালী প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ। গত মাসের শুরুতে তার তিন ছেলে আটক হওয়ার পর থেকেই তিনি অনশন শুরু করেন। মিডল ইস্ট আই। সৌদি আরবের বিভিন্ন সূত্র জানিয়েছে, অনশনে ৮৬ বছর বয়সী প্রিন্স তালাল অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তাকে রিয়াদের কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসকরা বিশেষ নলের মাধ্যমে তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছেন। তার আটক তিন ছেলের অন্যতম হচ্ছেন ওয়ালিদ বিন তালাল। তিনি সৌদি আরবের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত। ওয়ালিদের মুক্তির জন্য কর্তৃপক্ষ বিপুল অংকের অর্থ দাবি করেছে বলে খবর পাওয়া গেছে। ওয়ালিদসহ তালালের তিন ছেলেকেই রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে আটক রাখা হয়েছে। ওই হোটেলকে এখন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কারাগার হিসেবে গণ্য করা হয়।
×