ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের ক্ষতি করে রাজনৈতিক কর্মসূচী দেবেন না ॥ মেনন

প্রকাশিত: ০৪:২৩, ২ জানুয়ারি ২০১৮

শিক্ষার্থীদের ক্ষতি করে রাজনৈতিক কর্মসূচী দেবেন না ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ২০১৮ সাল নির্বাচনের বছর। এর আগে আমরা দেখেছি একটি রাজনৈতিক জোট নির্বাচনে না এসে একের পর এক হরতাল অবরোধ দিয়ে শিক্ষাবর্ষের অর্ধেক সময় কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, নির্বাচন বানচাল করতে নির্বাচনের আগের দিন রাতে চারশত শিক্ষা প্রতিষ্ঠানে তারা আগুন দিয়েছিল। ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছিল। আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা ইতোমধ্যেই ষড়যন্ত্র শুরু করেছে। তবে আমি আহ্বান করব, কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোন রাজনৈতিক কর্মসূচী আপনারা দেবেন না। সোমবার রাজধানীর উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজে এক জানুয়ারি নতুন বছরের বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান টিটু বলেন, বই হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞানার্জনের সেতুবন্ধন। বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্য কোন দেশে বিনামূল্যে বই বিতরণ করা হয় না। উৎসবের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসব কমিটির আহ্বায়ক এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্যবৃন্দ, সহকারী প্রধান শিক্ষক এবং শাখা প্রধানবৃন্দ।
×