ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন দল গঠন করলেন ভারতীয় চলচ্চিত্রের মেগাস্টার রজনীকান্ত

প্রকাশিত: ০৫:৩৪, ১ জানুয়ারি ২০১৮

নতুন দল গঠন করলেন ভারতীয় চলচ্চিত্রের মেগাস্টার রজনীকান্ত

ভারতীয় চলচ্চিত্রের মেগাস্টার রজনীকান্ত (৬৭) নতুন রাজনৈতিক দল গঠন করে প্রত্যক্ষ রাজনীতিতে নামার ঘোষণা দিয়েছেন। রবিবার চেন্নাইয়ের রাঘবেন্দ্র ম-বে ভক্তদের সঙ্গে সাক্ষাতের ষষ্ঠ দিনে প্রত্যক্ষ রাজনীতিতে নামার এ ঘোষণা দেন তিনি। খবর এনডিটিভির। রজনীকান্ত রাজনীতিতে যোগ দেবেন কিনা, এই নিয়ে ভারতজুড়ে রজনীভক্তদের মধ্যে উত্তেজনা ও পর্যবেক্ষকদের মধ্যে কৌতূহল কাজ করছিল। বছরের শেষ দিনে দেয়া ঘোষণায় সব জল্পনার অবসান ঘটালেন তিনি। ঘোষণায় এই মহাতারকা বলেন, আমি রাজনীতিতে আসছি। আমি আমার দায়িত্ব পালন করব। বিগত এক বছর ধরে চলা তামিলনাড়ুর রাজনৈতিক অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, আমি যদি এখনই সিদ্ধান্তটি না নেই, তাহলে পরে আফসোস করব। তামিলনাড়ুর আঞ্চলিক রাজনৈতিক দল এআইএডিএমকের জনপ্রিয় নেত্রী জয়রাম জয়ললিতার মৃত্যুর পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি আরেক নামী অভিনেতা কমল হাসানও রাজনীতিতে নেমেছেন। রাজনীকান্ত বলেছেন, গত এক বছর ধরে তামিলনাড়ুতে যা যা ঘটেছে তা রাজ্যটির জন্য লজ্জাজনক। লোকজন তামিলনাড়ুকে নিয়ে হাসাহাসি করছে। পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দেন। তিনি বলেন, সিবকিছুর পরিবর্তন দরকার, এখনই সময়। আমরা পদ্ধতিটির পরিবর্তন করব। আমি সুশাসন আনতে চাই।
×