ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কম্পিউটারে ভাইরাস

ভিয়েতনামের ক্ষতি ৫৪ কোটি ডলার

প্রকাশিত: ০৩:৩৫, ২৯ ডিসেম্বর ২০১৭

ভিয়েতনামের ক্ষতি ৫৪ কোটি ডলার

ভিয়েতনামে ২০১৭ সালে ভাইরাস আক্রান্ত হয়ে কম্পিউটার ব্যবহারকারীদের ৫৪ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। খবর এএফপি। দেশের শীর্ষস্থানীয় সিকিউরিটি ফার্ম ‘বিকেএভি’ শুক্রবার জানিয়েছে, ২০১৬ সালে এ ক্ষতির পরিমাণ ছিল ৪৬ কোটি মার্কিন ডলার। বিকেএভি জানিয়েছে, ভিয়েতনামে ২০১৭ সালে ২৪৩টি সংস্থা ও এন্টার প্রাইজ এবং প্রায় এককভাবে ৩শ’ কম্পিউটারসহ ১ হাজার ৯শ’ কম্পিউটার র‌্যানসন ওয়ান্নাক্রাই ভাইরাসে আক্রান্ত হয়। ডিসেম্বর মাসে বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারী এবং ২৩ হাজার কম্পিউটার র‌্যানসম ওয়্যার ওয়ান্নাক্রাই ভাইরাসে আক্রান্ত হবে।
×