ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুত বিল ২৮৪ বিলিয়ন ডলার!

প্রকাশিত: ০৫:৩৩, ২৮ ডিসেম্বর ২০১৭

বিদ্যুত বিল ২৮৪ বিলিয়ন ডলার!

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের মেরি হোরোমানস্কি ২৮৪ বিলিয়ন ডলারের বেশি বিদ্যুতের বিল পেয়ে স্তব্ধ হয়ে পড়েন। বিলটি নবেম্বর ২০১৮’র মধ্যে পরিশোধ করার জন্য বলা হয়েছিল। মেরি জানান, বড়দিনের উৎসবে লাইট দিয়ে সাজিয়েছিলাম। তবে এর বিল এত হবে তা দেখে অবাক হয়ে যাই। পরে বিদ্যুত সরবরাহকারী কোম্পানি ভুল স্বীকার করে প্রকৃত বিল ২৮৪ দশমিক চার ছয় ডলার বলে জানায়। - বিবিসি মেলবোর্নের রাস্তায় কুমির... অস্ট্রেলিয়ার মেলবোর্নের রাস্তায় বড়দিন এক পোষা কুমিরকে খুঁজে পাওয়া গেছে। এক মিটার (তিন দশমিক দুই ফিট) লম্বাকৃতির মিঠাপানির কুমিরটি দিক ভুল করে রাস্তায় উঠে আসে বলে স্থানীয় পুলিশ ধারণা করছে। পাঁচজন পুলিশ সদস্য কুমিরটিকে উদ্ধার করে রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষকদের হাতে তুলে দেয়। কুমিরটির মালিকের সন্ধান করা হচ্ছে। কুমিরটি রাস্তায় ধীরস্থিরভাবে নিরবে হাঁটছিল। -বিবিসি
×