ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টু ক রো - খ ব র

প্রকাশিত: ০৫:৩৯, ২৫ ডিসেম্বর ২০১৭

 টু ক রো - খ ব র

রোভার মুট শুরু কাল স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে ছয় দিনব্যাপী অষ্টাদশ আঞ্চলিক রোভার মুট। রবিবার জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে জেলা প্রশাসক ড. দেওয়ান হুমায়ুন কবীর, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক অধ্যাপক সেলিম চৌধুরী, জেলা রোভার সহকারী কমিশনার মীর মোহাম্মদ ফারুকসহ রোভার অঞ্চলের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন । সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে ওই সমাবেশে দেশের ৭৬০টি কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মুক্ত রোভার ইউনিটের প্রায় সাড়ে ৭ হাজার রোভার স্কাউট ও কর্মকর্তা অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে প্রায় দেড়হাজার যুবমহিলা। এই বিশাল সংখ্যক রোভার স্কাউট ৪টি ভিলেজের ৮টি সাব-ক্যাম্পের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এ উপলক্ষে স্থাপন করা হচ্ছে তাবু, বিদ্যুত, পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত টয়লেট। ৫ শতাধিক রোভার স্কাউট, কর্মকর্তা, শ্রমিক মুট প্রাঙ্গণ প্রস্তুত কাজে সম্পৃক্ত রয়েছেন মীরসরাইয়ে অগ্নিকান্ড নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর ॥ ধুমধাম করে বিয়ে করে নতুন বউ ঘরে তোলার একদিনের ব্যবধানে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। পুড়ে গেছে বিয়ের আয়োজনে ব্যবহৃত ডেকোরেশনের মাল। গ্যাস সিলিন্ডার থেকে সূত্রপাত। প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। রবিববার ভোরে উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া গ্রামের আমির হোসেনের নতুন বাড়িতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। প্রতিবেশী নুরুল আলম ও আরিফুল ইসলাম জানান, রবিবার ভোরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। ২০ মিনিটের ব্যবধানে সব পুড়ে ছাই। ধান লুটে বাধা ॥ ছাত্রীসহ আহত চার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলা উপজেলায় হিন্দুদের জমির ধান কেটে নেয়ার সময় বাধা দেয়ার ঘটনায় দুই ছাত্রীসহ ৪ নারী নির্যাতনের শিকার হয়েছেন। রবিবার দুপুরে ধানসাগর ইউনিয়নের ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনা পর গৃহকর্তা সন্তোষ হালদার স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তার মা কমলারানী (৫৫), বোন সন্ধ্যা রানী (৩৫), ভাগ্নী এসএসসি পরিক্ষার্থি সম্পা রানী (১৫) ও ভাতিজী অষ্টম শ্রেণীর ছাত্রী আখি রানীকে (১৩) উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা সন্তোষ হালদার জানান, বিট্রিশ আমল থেকে তাদের ভোগদখলীয় সম্পত্তিতে জনৈক তহশীলদারের ইন্ধনে সালাম, জাহাঙ্গীর, ফজলু, হাসান হাওলাদারসহ ২০/২৫ জনের একটি দল ধান লুট করতে আসে। বাধা দিলে তার মা, বোন, ভাগ্নি ও ভাইজীকে বেপরোয়া পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে ধানক্ষেতে ফেলে রাখে। এমনকি একস্কুল ছাত্রীর গোপনস্থানে লাঠি দিয়ে আঘাত করে থেঁতলে দেয় দুর্বৃত্তরা। ৬ জামায়াত কর্মী কারাগারে স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নাশকতা মামলায় পলাতক ৬ জামায়াত কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে দিনাজপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নাশকতা মামলার পলাতক ৬ জামায়াত কর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে সকলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা যায়, জামায়াত কর্মী পারভেজ আহমেদ, সোহেল রানা, মিজানুর রহমান, খায়রুল আলম, জাকির হোসেন ও নুরুল ইসলাম ২০১৫ সালের ১৮ জানুয়ারি নবাবগঞ্জ উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ভাদুরিয়া বাজারে পেঁয়াজ বোঝাই ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অগ্নিদগ্ধ হয়। নাটোরে প্রতারক আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ ডিসেম্বর ॥ এসএমএসের মাধ্যমে প্রতারণা করে বিকাশের টাকা হাতিয়ে নেয়ার সময় পারভেজ মিয়া (২৭) নামে এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পারভেজ মিয়া ফরিদপুরের মধুখালী থানার ডুমাইন গ্রামের হায়দার আলীর ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রতারণা করে বিকাশের টাকা হাতিয়ে আসছিল একটি চক্র। এ বিষয়ে বেশ কয়েকজন ভুক্তভোগী সদর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ডিবি পুলিশ। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এবং মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শহরের মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে পারভেজ মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির বেশ কয়েকটি সিম কার্ড উদ্ধার করে পুলিশ।
×