ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টি২০তে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির (৩৫ বলে) রেকর্ড গড়ার পর জানিয়েছেন ওয়ানডে ইতিহাসের তিন তিনটি ;###;ডাবল সেঞ্চুরির মালিক

টাইমিংই রোহিত শর্মার আসল শক্তি

প্রকাশিত: ০৫:২৪, ২৪ ডিসেম্বর ২০১৭

টাইমিংই রোহিত শর্মার আসল শক্তি

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্লেষকদের মতে মাসল আর শারীরিক শক্তির জন্যই টি২০তে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা এত ভাল করছে। বিশেষ করে ব্যাটিংয়ে। পরশু ইন্দোরে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মাত্র ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ডেভিড মিলারের সঙ্গী হয়েছেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত সাজ ঘরে ফেরার আগে ৪৩ বলে ১২ চার ও ১০ ছক্কায় উপহার দিয়েছেন ১১৮ রানের ম্যারাথন ইনিংস। ২৬০/৫ পাহাড় গড়ার পর প্রতিপক্ষকে ১৭২ রানে অলআউট করে ভারতের জয় ৮৮ রানে, সঙ্গে একম্যাচ হাতে রেখে সিরিজও। ওয়ানডে ইতিহাসে সাত ডাবল সেঞ্চুরির তিনটিই যার দখলে সেই রোহিত জানিয়েছেন, মাসল পাওয়ার নয়, টাইমিংই তার বড় শক্তি। পাশাপাশি টি২০তে ডাবল সেঞ্চুরির আশা করাটা একটু বেশিই বাড়াবাড়ি বলেও মজা করেছেন বিরাট কোহলির অনুপস্থিতিতে সিরিজে স্বাগতিকদের নেতৃত্ব দেয়া ধুরন্ধর উইলোবাজ। ‘মাসল পাওয়ার নয়, আমি টাইমিংয়ে বিশ্বাসী। ইন্দোরে সেটাই করেছি যা বরাবর করে থাকি। একটা নির্দিষ্ট লাইনে বল উড়িয়ে মারা, আর মাঠের বাইরে পাঠানো। এ নিয়ে গত কয়েক মাস ধরে অনেক পরিশ্রম করে আসছি। মাঠে নেমে ইনিংসটা উপভোগ করাই আমার উদ্দেশ্য। এদিন পরিবেশটা ব্যাটিংয়ের পক্ষে ছিল আদর্শ’ বলেন রোহিত। তিনি আরও যোগ করেন, ‘সত্যি বলতে আমার খেলার নির্দিষ্ট একটা ধরন আছে। কখনও অতিরিক্ত আক্রমণাত্মক হতে চাই না। সবসময় টাইমিংয়ে আস্থা রাখি।’ অনেকে বলছেন যেভাবে এগোচ্ছেন সহসাই হয়তো টি২০তে ডাবল সেঞ্চুরি করে ফেলবেন রোহিত, ‘টি২০তে ডাবল সেঞ্চুরি বোধহয় একটু বেশিই চাওয়া হয়ে যাবে। ক্রিজে গিয়ে আমরা যত সম্ভব বেশি রান তুলতে চেয়েছি। কেএল (লোকেশ রাহুল) শুরুটা ভাল করেছিল। ও দুর্দান্ত ফর্মে আছে।’ ৪৯ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৮৯ রান করে আউট হয়েছেন স্টাইলিশ এই ওপেনার। তাতেই রানের পাহাড় গড়ে ভারত। দু’দলই যেভাবে ছক্কা হাঁকিয়েছে তাতে একসময় মনে হয়েছিল টি২০তে এক ম্যাচে সর্বাধিক ছক্কার রেকর্ডটাও হয়ে যাবে। শ্রীলঙ্কার ১০, আর ভারতের ইনিংসে ২১ মিলিয়ে ম্যাচে ছক্কা হয়েছে ৩১টিÑ যা আন্তর্জাতিক টি২০তে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ছক্কার রেকর্ড। গত বছর লাউডারহিলে এই ওয়েস্ট ইন্ডিজ-ভারত মিলেই মোট ৩২টি ছক্কা মেরেছিল। ডেভিড মিলারের (এ বছরই বাংলাদেশের বিপক্ষে) সঙ্গে টি২০তে যৌথভাবে দ্রুততম (৩৫ বলে) সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার পথে ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিতের ছক্কা ১০টি, সঙ্গে রাহুলের ৮, ধোনি ২ ও পা-িয়ার একটিসহ ভারতের ইনিংসে মোট ছক্কার সংখ্যা ২১। লাউডারহিলের সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দলীয় সর্বোচ্চ ছক্কায় ভাগ বসিয়েছে ভারত। ইন্দোরে রোহিতের ধ্বংসাত্মক ব্যাটিংয়ে ভর করে আন্তর্জাতিক টি২০তে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ার পথেই ছিল ভারত। এজন্য শেষ ওভারে দরকার ছিল ১১ রান। শেষ পর্যন্ত তা আর হয়নি। ২৬০/৫ আন্তর্জাতিক টি২০তে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ২৬০/৬ করেছিল শ্রীলঙ্কা। তবে গত বছর অস্ট্রেলিয়ার গড়া ৩ উইকেটে ২৬৩ রানই টি২০তে সর্বোচ্চ দলীয় স্কোর, সেটাও এই লঙ্কানদেরই বিপক্ষে। মুম্বাইয়ে আনুষ্ঠানিকতার শেষ ম্যাচ আজই।
×