ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গত বছর ভেনিজুয়েলার অর্থনীতিতে সাড়ে ১৬ শতাংশ সঙ্কোচন ঘটে

প্রকাশিত: ০৪:০৬, ২৪ ডিসেম্বর ২০১৭

গত বছর ভেনিজুয়েলার অর্থনীতিতে সাড়ে ১৬ শতাংশ সঙ্কোচন ঘটে

ভেনিজুয়েলার অর্থনীতিতে ২০১৬ সালে অন্তত সাড়ে ১৬ ভাগ সঙ্কুচিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসির রিপোর্ট থেকে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা এ তথ্য জানান। এএফপি। ভেনিজুয়েলা তেল সমৃদ্ধ হলেও অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। গত বছর তেল খাত সঙ্কুচিত হয়েছে ৯.৯ শতাংশ। এসইসির ১৪৪ পাতার রিপোর্টে দেখা গেছে, ২০১৬ সালের ডিসেম্বরে দেশটির মুদ্রাস্ফীতি বেড়েছে ২৭৪ শতাংশ, বেকারত্ব ৭.৫ শতাংশ। এসইসির এই রিপোর্টটির মাধ্যমে বিশ্লেষকদের দীর্ঘ সন্দেহের বিষয়টি নিশ্চিত করেছে যে ভেনিজুয়েলার অর্থনীতি হতাশাজনক। ২০১৫ সালে যেখানে ভেনিজুয়েলায় আমদানি হয়েছিল ৩৩.৩ বিলিয়ন ডলারের পণ্য সেখানে ২০১৬ সালে দেশটিতে আমদানি হয়েছে এর অর্ধেক, প্রায় ১৬.৪ বিলিয়ন ডলারের পণ্য। রিপোর্টে আরও বলা হয়েছে, অভ্যন্তরীণ খাতে খাদ্য উৎপাদন কমার পাশাপাশি নিত্যপণ্যের স্বল্পতায় ২০১৫ সাল থেকেই দেশটিতে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা শুরু হয়।
×