ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটনে দুই এরদোগান সমর্থকের কারাদন্ড

প্রকাশিত: ০৪:৩০, ২৩ ডিসেম্বর ২০১৭

ওয়াশিংটনে দুই এরদোগান সমর্থকের কারাদন্ড

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের দুই সমর্থক ওয়াশিংটনে বিক্ষোভকারীদের ওপর হামলার দায় স্বীকার করেছে। বৃহস্পতিবার প্রকাশিত আদালতের নথি থেকে একথা জানা যায়। এএফপি। গত মে মাসে এরদোগানের ওয়াশিংটন সফরকালে তুরস্কের নিরাপত্তা কর্মকর্তা ও প্রেসিডেন্টের সমর্থকদের একটি গ্রুপ কুর্দি বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। আর এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও আঙ্কারার মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। আদালতের নথি থেকে জানা যায়, এ হামলার ঘটনায় সিনান ও ইয়ুপ ইলদিরিম দোষ স্বীকার করায় তাদেরকে এক বছর একদিনের কারাদন্ড- দেয়া হয়েছে। ওয়াশিংটন পুলিশ মুখপাত্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এ হামলার ঘটনাকে নিষ্ঠুর হিসেবে বর্ণনা করেছে এবং মার্কিন সরকার পরবর্তীকালে এরদোগানের দেহরক্ষীদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। তুরস্ক রাষ্ট্রদূতের বাসভবনের বাইরে গত ১৬ মের এ সংঘর্ষের এক ভিডিও ফুটেজ দেখে মোট ১৯ জনকে চিহ্নিত করা হয়। এদের মধ্যে তুরস্কের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও রয়েছে। এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের জনগণের নামে এমন অভিযোগের কঠোর প্রতিবাদ জানিয়েছে। আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ছয় পুলিশ নিহত আফগানিস্তানে শুক্রবার একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয় পুলিশ কর্মকর্তা নিহত ও চারজন আহত হয়েছে। দেশটির একটি পুলিশ হেডকোয়ার্টারের ভেতর বিস্ফোরক-ভর্তি একটি হামভি (সামরিক যান) চালিয়ে হামলা করলে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর দ্য হিন্দুস্থান টাইমস ও এএফপির। তালেবান দাবি করেছে, শুক্রবার ভোরে কান্দাহারের দক্ষিণ প্রদেশের মাইওয়ান্দ জেলায় সর্বশেষ ওই ভয়াবহ বোমা হামলাটি তারাই চালিয়েছে।
×