ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কারাকাসের মেয়রের পদ বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত: ০৩:৫২, ২২ ডিসেম্বর ২০১৭

কারাকাসের মেয়রের পদ বিলুপ্ত ঘোষণা

ভেনিজুয়েলার গণপরিষদ বুধবার কারাকাসের মেয়র পদ লোপ করেছে। কারাকাস হচ্ছে বিরোধী দলের প্রধান ঘাঁটি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা সুসংহত করার আরেকটি আভাস এ মেয়র পদের উচ্ছেদ। -খবর এএফপির। শাসনতান্ত্রিক পরিষদ বলেছে, প্রায় দশক ধরে বিরোধীদলীয় নেতাদের অধিকারে থাকা কারাকাসের মেয়র পদটি আর কার্যকর থাকছে না। বিশ্লেষকরা বলেছেন, রাজধানীতে প্রেসিডেন্টের চেয়ে জনপ্রিয় কোন রাজনীতিবিদকে সরকার চায় না। এ্যান্টোনিও লেদাজমা ২০০৮ সালে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। তিনি পুনর্নির্বাচিত হন। তার বিরুদ্ধে ২০১৫ সালে মাদুরোর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। এরপর তিনি গ্রেফতার এড়ানোর জন্য বাড়ি থেকে পালিয়ে যান এবং তিনি এখন স্পেনে অবস্থান করছেন।
×