ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মিরাজের ঘূর্ণিতে শিরোপা স্বপ্ন দেখছে খুলনা

প্রকাশিত: ০৬:০৪, ২১ ডিসেম্বর ২০১৭

মিরাজের ঘূর্ণিতে শিরোপা স্বপ্ন দেখছে খুলনা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ বা শেষ রাউন্ড বুধবার শুরু হয়েছে। এ রাউন্ডে দ্বিতীয় স্তর নিয়ে কারোরই ভাবনা নেই। এ স্তর থেকে যে রাজশাহী বিভাগ প্রথম স্তরে ওঠা নিশ্চিত করে নিয়েছে। তবে প্রথম স্তরের দিকে সবারই দৃষ্টি আছে। এ স্তর থেকেই যে চ্যাম্পিয়ন ধরা হবে। খুলনা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আছে। ঢাকা বিভাগের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের (৭/২৪) ঘূর্ণিতে শিরোপা স্বপ্ন দেখছে খুলনা। কুয়াশার কারণে ম্যাচটি অনেক দেরিতে শুরু হলেও ঢাকাকে ১১৩ রানেই অলআউট করে দিয়েছে খুলনা। রংপুর ও বরিশাল বিভাগের ম্যাচটিও চলছে। পরস্পরের বিপক্ষে দুই দলের ম্যাচ হচ্ছে। বরিশাল প্রথমদিন সোহাগ গাজীর ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে ২৮০ রানও করেছে। প্রথম স্তর ॥ কুয়াশায় বিকেএসপিতে খুলনা-ঢাকার মধ্যকার ম্যাচটি হবে কিনা সেই সংশয় ছিল। তাতে করে খুলনার শিরোপা জয় ভেস্তে যেতে পারত। কিন্তু খুলনা ১৬ ও ঢাকা ১০ পয়েন্ট পেয়েছে। খেলা হলেই খুলনার শিরোপা জেতা নিশ্চিত হতে পারে এমন সম্ভাবনায় খেলা শুরুও হয়। খুলনা প্রথমদিনই বাজিমাতও করে। মিরাজ একাই ৭ উইকেট তুলে নেন। তাতে করে ঢাকাকে ১১৩ রানে গুটিয়ে দিয়ে খুলনা ২৩ রান করে ৯০ রানে পিছিয়ে আছে। তবে শিরোপা স্বপ্ন জিইয়ে রেখেছে। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একটু দেরিতে হলেও রংপুর-বরিশালের মধ্যকার খেলা শুরু হয়েছে। রংপুর ১০ পয়েন্ট পেয়েছে। বরিশালের আছে ৮ পয়েন্ট। বরিশালের শিরোপা জেতার আশা নেই বললেই চলে। রংপুর যদি কোনভাবে ম্যাচ থেকে ১০ বা তার বেশি পয়েন্ট বের করে নিতে পারে তাহলে রংপুর বাজিমাত করে ফেলতে পারে। পয়েন্ট তালিকায় এত নিচে থেকেও সুখস্মৃতি পাবে। অবশ্য বরিশাল যেভাবে এগিয়ে চলেছে তাতে রংপুরের পথটাও যে কঠিন তা বোঝাই যাচ্ছে। প্রথমদিনই বরিশাল ৬ উইকেট হারিয়ে ২৮০ রান করে ফেলেছে। খেলা হয়েছে ৭৭ ওভার। এর মধ্যে ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে সোহাগ গাজীর। আল-আমিন ৫০ রান করে আউট হয়ে যান। তবে নুরুজ্জামান ৫১ রান করে এখনও ব্যাট হাতে অপরাজিত আছেন। আজ দ্বিতীয়দিন শামসুর ইসলামকে নিয়ে ব্যাট করতে নামবেন নুরুজ্জামান। দ্বিতীয় স্তর ॥ প্রথম স্তরের দুটি ম্যাচ হওয়া যেখানে জরুরী, সেখানে তা হচ্ছে না। অথচ দ্বিতীয় স্তরের একটি দল যে প্রথম স্তরে উঠবে। আগামী মৌসুমে প্রথম স্তরে খেলবে তা নিশ্চিত। আবার এ স্তরের দুটি ম্যাচই হচ্ছে। রাজশাহী-ঢাকা মেট্রোর ম্যাচটিই যেমন রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনেক দেরিতে হলেও শুরু হয়েছে। ৫৩ ওভার খেলা হয়েছে। তাতে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করেছে ঢাকা মেট্রো। সাদমান ইসলাম ৭৫ রান করেন। মার্শাল আইয়ুবের ব্যাট থেকে এসেছে ৬৭ রান। মোহাম্মদ আশরাফুল (২২*) ও মেহরাব হোসেন জুনিয়র (২২*) আজ দ্বিতীয়দিনের খেলা শুরু করবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম-সিলেটের মধ্যকার ম্যাচটি যথাসময়েই শুরু হয়েছে। দুই দলই প্রথমদিন খেলেছে। চট্টগ্রাম প্রথম ইনিংসে ২১৫ রানেই অলআউট হয়ে যায়। ইয়াসির আলী ৮১ রান করতে পারেন। আবুল হাসান রাজু ও এনামুল হক জুনিয়র ৩টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান করেছে সিলেট। ১৬১ রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয়দিনে খেলবে সিলেট। ওপেনার সায়েম আলম (১৬*) ও রাজিন সালেহ (৪*) ব্যাট করতে নামবেন। স্কোর ॥ ঢাকা প্রথম ইনিংস ১১৩/১০ (৩৮.৪ ওভার; রকিবুল ২৮, শুভাগত ২১; মিরাজ ৭/২৪)। খুলনা প্রথম ইনিংস ২৩/০; ৪.৫ ওভার (বিজয় ১২*, সৌম্য ১১*)। বরিশাল প্রথম ইনিংস ২৮০/৬ (৭৭ ওভার; সোহাগ ৯৯, আল-আমিন ৫০, নুরুজ্জামান ৫১*, মোসাদ্দেক ৩৫; শুভাশীষ ২/৩১)। ঢাকা মেট্রো প্রথম ইনিংস ২১০/৪ (৫৩ ওভার; সাদমান ৭৫, মার্শাল ৬৭, আশরাফুল ২২*, মেহরাব জুনিয়র ২২*; তাইজুল ৩/৬৭)। চট্টগ্রাম প্রথম ইনিংস ২১০/১০ (৬৭.৪ ওভার; ইয়াসির ৮১, সাদিকুর ৪৬, তাসামুল ৩৮; আবুল ৩/৩৪, এনামুল জুনিয়র ৩/৪৪)। সিলেট প্রথম ইনিংস ৫৪/৩; ১৮.১ ওভার (ইমতিয়াজ ১৯, সায়েম ১৬*, শানাজ ১০, রাজিন ৪*)।
×