ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রতিবেদন

চলতি বছর বিশ্বে ৬৫ সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত

প্রকাশিত: ০৫:২১, ২১ ডিসেম্বর ২০১৭

চলতি বছর বিশ্বে ৬৫ সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত

গোটা বিশ্বে কেবল ২০১৭ সালে মোট ৬৫ সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) নামে প্যারিসভিত্তিক সংগঠন মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ হিসাব দিয়েছে। এএফপি। চলতি বছরে নিহত সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে ৫০ জনই রিপোর্টার। এর মধ্যে সবচেয়ে বেশি (১২ জন) নিহত হয়েছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়। এরপরই আছে দক্ষিণ আমেরিকার মেক্সিকো। এ বছর দেশটিতে এ পর্যন্ত মোট ১১ সাংবাদিক নিহত হয়েছেন। সংঘাতপূর্ণ এলাকার বাইরে কেবল মেক্সিকোতেই বিশ্বের সবচেয়ে বেশি সাংবাদিক হত্যার শিকার হন। আরএসএফের মতে মেক্সিকোতে যেসব সাংবাদিক রাজনৈতিক দুর্নীতি এবং দলবদ্ধ অপরাধের বিরুদ্ধে রিপোর্ট করেন, কেবল তাদেরই সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এশিয়ার মধ্যে এ বছর সবচেয়ে বেশি সাংবাদিক (৫ জন) নিহত হয়েছেন ফিলিপিন্সে। আরএসএফের মতে, ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে গত মে মাসে ‘তুমি যদি পশুর সন্তান হও, তাহলে সাংবাদিক হলেও মনে কর না খুন হওয়া থেকে বেঁচে যেতে পারবে’ এ বক্তব্য দেয়ার পর থেকেই এদেশটিতে সাংবাদিক খুনের হার আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে। অথচ গত বছর ফিলিপিন্সে কোন সাংবাদিক খুন হওয়ার ঘটনা ঘটেনি। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি সাংবাদিক খুন (৪ জন) হয়েছেন ভারতে। আরএসএফের প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ২০১৭ সালে বিশ্বে নিহত সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের মধ্যে সরাসরি খুন হয়েছেন ৩৯ জন, বাকিরা দায়িত্বপালন কালে নানা ঘটনার শিকার হন। গত ১৪ বছরের মধ্যে কেবল এ বছরই বিশ্বে সবচেয়ে কমসংখ্যক সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন।
×