ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইঁদুর কেড়ে নিয়েছে কৃষকের হাসি

প্রকাশিত: ০৬:২২, ২০ ডিসেম্বর ২০১৭

ইঁদুর কেড়ে নিয়েছে কৃষকের হাসি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চলতি মৌসুমে জেলার আগৈলঝাড়া উপজেলায় আমনের বাম্পার ফলন হলেও ইঁদুরে জমির ফসল বিনষ্ট করায় হাসি কেড়ে নিয়েছে কৃষকের। জমিতে রোপিত একমুঠো ধানও কাটতে না পেরে কৃষকদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। সরজমিনে উপজেলার বাকাল ইউনিয়নের নওপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, চলতি আমন মৌসুমে তারা একটি ব্লকে প্রায় ১৭ একর জমিতে ‘লাল পাইকা’ জাতের ধান চাষ করেন। কৃষক দীপংকর বাড়ৈ জানান, তিনি ৮০ শতক জমিতে রোপা আমনের চাষ করেছিলেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তার ক্ষেতে শীষ বেরিয়ে বেশ ভাল ফলন হয়েছিল। তিনি তার জমি থেকে ৩৫ থেকে ৪০ মণ ধান ঘরে তোলার আশাবাদী ছিলেন। কিন্তু ভাদ্র ও আশ্বিন মাসে ধানের শীষ বের হবার পর তার জমির সম্পূর্ণ ধান ইঁদুরে কেটে ফেলায় একমুঠো ধানও ঘরে তুলতে পারেননি তিনি। ধান কাটার জন্য কাঁচি নিয়ে জমিতে যেতে পারেননি তিনি। কৃষক দীপংকরের মতো ওই গ্রামের কৃষক প্রফুল্ল বেপারী ৮০ শতক, বিজয়া বেপারী ৬০ শতক, রাজ্যেশ্বর হালদার ৬০ শতক, রাখাল রায় ৪০ শতক, শিখা বেপারী ৩০ শতক, সুরেশ বেপারী ৬০ শতক, শীতল রায় ২০ শতক, আলমগীর ভুঁইয়া দুই একর, সুকুমার হালদার ৭০ শতক, ওহাব আলী ফকির এক একর ৪৬ শতক, শংকর রায় এক একর, সুনীল বেপারী ৪০ শতক জমিসহ ওই গ্রামের ৪০/৪৫ জন কৃষক প্রায় ১৭ একর জমিতে রোপা আমনের চাষ করেছিলেন। কৃষক রাজ্যেশ্বর ও সুরেশ বেপারী এনজিও থেকে ঋণ নিয়ে ও স্থানীয়ভাবে ধার দেনা করে ধান চাষ করেছিলেন। ইঁদুরের কারণে একমুঠো ধান ঘরে তুলতে না পারায় তার পরিবারে দেখা দিয়েছে চরম হতাশা। স্থানীয় চাষীদের হিসেব মতে, প্রায় ১৭ একর জমিতে অন্তত সাত থেকে আটশ’ মণ ধান ইঁদুরে সম্পূর্ণ বিনষ্ট করেছে। প্রায় একই অবস্থা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চাষ করা ব্লকগুলোতে। ইঁদুর থেকে রোপিত ধান কাটা রক্ষা করতে কৃষকেরা আলোর ফাঁদসহ বিভিন্ন পন্থায় ইঁদুর মেরে ও জমিতে থাকা ইঁদুরের বাসা ভেঙ্গে ফেলার পরেও ইঁদুরের আক্রমণ থেকে তাদের ক্ষেতের ফসল রক্ষা করতে পারেনি। কৃষক শংকর রায় জানান, তিনি এক একর জমিতে ধান রোপন করেছিলেন। ফলন বেশ ভাল হওয়ায় তার আশা ছিল ধান বিক্রি করে সেই টাকা তার মুদি দোকানে খাটাবেন। কিন্তু ইঁদুরের কারণে তার স্বপ্ন ভেস্তে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছিরউদ্দিন বলেন, ইঁদুর খুব দ্রুত বংশবিস্তার করে। বছরে এক জোড়া ইঁদুর তিন হাজার বাচ্চা দেয়। একটি ব্লকে কারও একার পক্ষে ইঁদুর নিধন বা প্রতিরোধ করা সম্ভব নয়। কৃষকদের একদিনে এক সাথে ইঁদুর নিধনের ব্যবস্থা গ্রহণ করা উচিত, তবেই ইঁদুর নিধন সম্ভব।
×