ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারত-শ্রীলঙ্কা প্রথম টি২০ আজ

প্রকাশিত: ০৬:১০, ২০ ডিসেম্বর ২০১৭

ভারত-শ্রীলঙ্কা প্রথম টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান ভারত, ওয়ানডেতে দুইয়ে। ২-১এর পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা ৩-০তে জিতলেই পঞ্চাশ ওভারেও শীর্ষে উঠে যেত। তবে টি২০তে অবস্থানটা (পঞ্চম) মোড়লদের সঙ্গে যায় না। ক’দিন আগে বিরাট কোহলি বলেছিলেন, এবার ছোট্ট ফরমেটে দৃষ্টি দেয়ার সময় এসেছে। আনুশকার সঙ্গে বহুল আলোচিত বিয়ের কারণে ছুটিতে নিয়মিত অধিনায়ক। শ্রীলঙ্কা সিরিজে তাই রোহিত শর্মার নেতৃত্বে টি২০ স্পেশালিস্টদের প্রাধান্য দিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ওপরের দলগুলোর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান কিন্তু সামান্য। পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পাশে যথাক্রমে ১২৪, ১২০, ১২০ ও ১১৯ পয়েন্ট। ভারতেরও ১১৯। প্রতিপক্ষ শ্রীলঙ্কা আট নম্বরে (৯১)। কটকে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। অধিনায়ক রোহিত বলেন, ‘অতি আত্মবিশ্বাসে ভোগার সুযোগ নেই। অনেকে পিচের দোহাই দিয়েছিলেন কিন্তু বাস্তবতা হচ্ছে প্রথম ওয়ানডতে অত্যন্ত বাজে খেলে আমরা হেরে গিয়েছিলাম। পরের দুই ম্যাচে যদিও আমরা নিজেদের মতো খেলেই সিরিজ জিতেছি। কিন্তু প্রথম ম্যাচটা জিতলে টেস্টের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও সবার ওপরে উঠে আসতাম। সুতরাং টি২০ নিয়ে এতটুকু ঢিলেমির সুযোগ নেই। কোহলি আগেই বলেছেন, ছোট্ট ফরমেটে ভাল করতে হবে এবং আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ দুই স্পিনারকে বিশ্রামে রেখেও শেষ কয়েকটা সিরিজ জিতেছি। যেখানে কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেলরা চমৎকার বল করেছে।
×