ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ন্যাটো মিত্রদের বাধা উপেক্ষা

সম্পর্ক উন্নয়নে আন্তরিক পুতিন এরদোগান

প্রকাশিত: ০৫:৪৪, ২০ ডিসেম্বর ২০১৭

সম্পর্ক উন্নয়নে আন্তরিক পুতিন এরদোগান

তুরস্কের রাজধানী আঙ্কারায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিহত হওয়ার এক বছরের মধ্যে রুশ-তুর্কী কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। যদিও বেশ কিছু ক্ষেত্রে উভয় দেশের মতপার্থক্য বিদ্যমান তবু কয়েক বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে তুরস্কের এই সম্পর্ককে বেশ ঘনিষ্ঠ বলা যায়। খবর এএফপি। আঙ্কারায় আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে ২০১৬ সালের ১৯ ডিসেম্বর সন্ধ্যায় রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কারলভকে কর্তব্যরত নয় এমন একজন তুর্কী পুলিশ গুলি করে হত্যা করে। আন্দ্রে কারলভ একজন অভিজ্ঞ ও দক্ষ কূটনীতিক হিসেবে সুপরিচিত ছিলেন। সোভিয়েত আমলে এবং রুশ পররাষ্ট্র দফতরের অধীনে তিনি দক্ষতার সঙ্গে অনেক দেশে দায়িত্ব পালন করেন। উত্তর কোরিয়াতে তিনি বহুদিন রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। কারলভের মৃত্যুতে রাশিয়ায় শোকের ছায়া নেমে আসে এবং তাকে মরণোত্তর ‘হিরো অব রাশিয়া’ বা রুশবীর’ উপাধি দেয়া হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তাৎক্ষণিকভাবে কারলভের হত্যাকা-ের জন্য তার বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িতদের দায়ী করেন এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে দুঃখ প্রকাশ করেন। কারলভের হত্যাকা-ের পাঁচ মাস আগে (জুলাই মাসে) এরদোগানের বিরুদ্ধে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অনেকে নিহত ও বহু সামরিক বেসামরিক লোক পদচ্যুত ও কারারুদ্ধ হয়। এরদোগান এই অভ্যুত্থান প্রচেষ্টার জন্য আমেরিকা প্রবাসী তুর্কী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করেন। মস্কো প্রশাসন এরদোগানের বক্তব্য সম্পর্কে প্রকাশ্যে খুব একটা উচ্চবাচ্য করেনি। সে জন্য অনেকের ধারণা ছিল এই ঘটনা দু’টি দেশের সম্পর্কে মারাত্মক বিরূপ প্রভাব ফেলবে। কারণ এর আগের বছরই তুরস্ক সিরিয়ার সীমান্তে একটি রুশ জঙ্গী বিমান গুলি করে ভূপাতিত করে। তখনই দেশ দু’টির মধ্যে যথেষ্ট তিক্ত সম্পর্কের সূচনা হয়। এরপর কারলভ হত্যার ঘটনায় দেশ দু’টির সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা নিয়ে অনেকে সংশয়ে ছিলেন। কিন্তু তুর্কী প্রেসিডেন্ট এরদোগান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐকান্তিক ইচ্ছায় দেশ দুটি প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তিক্ততা পরিহার করতে সক্ষম হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছর থেকে এ পর্যন্ত সিরিয়াকে কেন্দ্র করে দেশ দু’টির মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ স্থাপিত হয়।
×