ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টার দাবি

সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করা উচিত

প্রকাশিত: ০৫:৪৪, ২০ ডিসেম্বর ২০১৭

সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করা উচিত

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা বলেছেন, ১৫০টি দেশে ৩ লাখের বেশি কম্পিউটার টার্গেট করে হামলা চালানোর জন্য উত্তর কোরিয়াকে দায়ী করা উচিত। চলতি বছর আরও আগের দিকে ঘটনাটি ঘটেছিল। তবে এর জন্য কোন দেশকে আনুষ্ঠানিকভাবে দায়ী করা হয়নি। গার্ডিয়ান। চলতি বছর মে মাসে ওয়ানাক্রাই র‌্যানসমওয়ারের আক্রমণ ঘটে। এর ফলে অনেক দেশে সরকারী, বেসরকারী, ব্যাংকিং ও হাসপাতালগুলোতে কম্পিউটার নেটওয়ার্ক বিঘ্নিত হয়। এর জন্য পিয়ংইয়ং সরাসরি দায়ী বলে হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা টস বোসার্ট জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখা এক উপসম্পাদকীয়তে তিনি এই মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নিতে পারে তিনি সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উদ্ধৃত ইতোমধ্যেই সংবাদ প্রকাশিত হয়েছে যে মে মাসে ঘটা ওই ঘটনার জন্য লাজারুস গ্রুপ দায়ী। এই হ্যাকিং গ্রুপটি সরাসরি উত্তর কোরিয়ার সরকারের পক্ষে কাজ করে থাকে, ওয়ানাক্রাই র‌্যানসমওয়ারের আক্রমণ তারাই চালিয়েছিল। এই ম্যালওয়েরটি কম্পিউটারকে ডাটা এ্যাকসেস পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। উত্তর কোরিয়া যেন এ ধরনের হামলা আর চালাতে না পারে সে লক্ষ্যে পিয়ংইয়ংয়ের সাইবার হামলার ক্ষমতা অনেক হ্রাস করেছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা একটি বার্তাসংস্থাকে বলেছিলেন। বোসার্ট বলেছেন, ‘কাপুরুষোচিত, দায়িত্ব জ্ঞানহীন ও অনিষ্টকর এ হামলার জন্য যুক্তরাষ্ট্রের উচিত সরকারীভাবে উত্তর কোরিয়াকে দায়ী করা।’ তিনি আরও বলেছেন, ‘আমরা এ ধরনের হামলার ঘটনা হালকাভাবে নিতে পারি না। উত্তর কোরিয়া যে হামলা চালিয়েছে তার প্রমাণ রয়েছে। আমরা ছাড়াও অন্যান্য দেশের সরকার ও প্রাইভেট কোম্পানিগুলোর অনুসন্ধানে এটি প্রমাণিত হয়েছে। যুক্তরাজ্য সরকারের অনুসন্ধানেও এটি ধরা পড়েছে। মাইক্রোসফটও তাদের সাইবার সহযোগীদের সহযোগিতায় ট্রেস করে জানতে পেরেছে যে, এই হামলার নেপথ্যে পিয়ংইয়ংয়ের হাত রয়েছে।’ তিনি বলছেন, উত্তর কোরিয়া এক দশকের বেশি সময় ধরে বিনা বাধায় নানা অপকর্ম করে যাচ্ছে। সাইবার হামলার ঝুঁকি কমাতে এগিয়ে আসার জন্য বোসার্ট বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
×