ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনসম্মুখে পান্ডা শিশু!

প্রকাশিত: ০৬:৪৯, ১৯ ডিসেম্বর ২০১৭

জনসম্মুখে পান্ডা শিশু!

ছয় মাস আগে জন্ম নেয়া এক পান্ডা শিশুকে সবার সামনে আনা হল। পান্ডাটির নাম রাখা হয়েছে শিয়াং শিয়াং। জাপানের রাজধানী টোকিওর ইউইনো চিড়িয়াখানায় ১২ জুন পান্ডা শিশুটি জন্ম নেয়। পান্ডাটির গাছে ওঠা ও বাঁশের কচি পাতা খাওয়ার দৃশ্য দর্শনার্থীরা সরাসরি প্রত্যক্ষ করেন। স্থানীয় স্কুল শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা কাঁচ দিয়ে ঘেরা খাচার অভ্যন্তরে পান্ডাটির কার্যকলাপ দেখার সুযোগ পান। -এএফপি চালকবিহীন স্পিডবোট... চীন বিশ্বের সবচেয়ে দ্রুতগামী চালকবিহীন স্পিডবোট বানিয়েছে। তিয়ানশিং-১ নামে এই স্পিডবোটের গতি ৫০ নটেরও (ঘণ্টায় ৯২ দশমিক ৬ কিলোমিটার) বেশি। বোটটি বানিয়েছে হারবিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ও শেনঝেন হাইস্পিড বোটস টেকনোলজি কোম্পানি লিমিটেড। বোটটি লম্বায় ১২ দশমিক ২ মিটার। এ পর্যন্ত তিয়ানশিং-১ ধরনের ১০টি বোট তৈরি করা হয়েছে- এএফপি
×