ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ানডের শ্রীলঙ্কা এত বাজে!

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ ডিসেম্বর ২০১৭

ওয়ানডের শ্রীলঙ্কা এত বাজে!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশাখাপত্তমে শেষ ওয়ানডেতে ভারতের কাছে ৮ উইকেটে হেরে ২-১ সিরিজ খুইয়েছে শ্রীলঙ্কা। এ বছর তারা ২৯ ওয়ানডের ২৩টিতেই হেরেছে। জিতেছে মাত্র ৫টি, একটি ম্যাচের ফল হয়নি। জয়-পরাজয়ের অনুপাত ০.২১৭, যা এক পঞ্জিকাবর্ষে কোন দলের দ্বিতীয় বাজে রেকর্ড (কমপক্ষে ২৫ ওয়ানডে)। সবচেয়ে বাজে রেকর্ডটা জিম্বাবুইয়ের। ২০০৪ সালে তারা ২৮ ওয়ানডে খেলে ২৫টিতেই হেরেছিল। জিতেছিল মাত্র ২টি, ফল হয়নি একটির। সেবার জিম্বাবুইয়ের জয়-পরাজয়ের অনুপাত ছিল ০.০৮০! এ বছর ১৬ দলের মধ্যেই শ্রীলঙ্কার জয়-পরাজয়ের অনুপাত (০.২১৭) সবচেয়ে বাজে। তাদের পরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ বছর ক্যারিবীয়রা ১৯ ওয়ানডে খেলে ১৩টিতে হেরেছে। জিতেছে ৩টি, ৩টির ফল হয়নি। তাদের জয়-পরাজয়ের অনুপাত ০.২৩০। অন্যদিকে বিপরীত অবস্থা উড়তে থাকা ভারতের। এ নিয়ে টানা অষ্টম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। এটাই ভারতের সবচেয়ে বেশি টানা দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড। এর আগে ২০০৭ সালের নবেম্বর থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা ছয় দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছিল ভারতীয়রা। বিশ্ব রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত টানা ১৪টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছিল ক্যারিবীয়রা। ২০১৭ সালে ভারত ২৯ ওয়ানডের ২১টিই জিতেছে। হেরেছে মাত্র ৭টি, একটি ম্যাচের ফল হয়নি। এ বছর ভারতের জয়-পরাজয়ের অনুপাত ৩ঃ১, যা এক পঞ্জিকাবর্ষে তাদের সেরা। এ বছর শীর্ষ ১০ দলের মধ্যে ভারত একমাত্র দল, যারা কোন দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ হারেনি।
×