ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ম্যানইউ-লিভারপুল মাঠে নামছে আজ

প্রকাশিত: ০৪:৪১, ১৭ ডিসেম্বর ২০১৭

ম্যানইউ-লিভারপুল মাঠে নামছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে আজ আবারও মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল। জোশে মরিনহোর ম্যানইউ’র প্রতিপক্ষ ওয়েস্ট ব্রুমউইচ, ম্যাচটি হবে প্রতিপক্ষের মাঠে। অন্যদিকে বোর্নমাউথ স্বাগত জানাবে লিভারপুলকে। এই মুহূর্তে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর লিভারপুল পাঁচে। তবে শিরোপার আশা ছাড়েনি কেউ। যে কারণেই দুই দলেরই লক্ষ্য জয় নিয়ে মাঠ ছাড়া। মরিনহোর জন্য দুঃসংবাদ তিন মাসের জন্য ছিটকে পড়েছেন সেন্ট্রাল ডিফেন্ডার এরিক বেইলি। আর নিষেধাজ্ঞায় থাকায় এই ম্যাচেও দলে পাচ্ছেন না তরুণ প্রতিভাবান স্ট্রাইকার পল পোগবাকে। যদিওবা চোট কাটিয়ে ফেরা মার্কোস রোহ এবং মারোয়ান ফেলাইনিকে পাচ্ছেন আজ স্পেশাল ওয়ান। শুধু তাই নয়, গণমাধ্যমের খবর, ওয়েস্ট ব্রুমউইচের বিপক্ষে ম্যাচে মরিনহো শুরু থেকেই খেলাতে পারেন তার প্রিয় শিষ্য জøাতান ইব্রাহিমোভিচকে। সাবেক সুইডেনের এই তারকা ফুটবলার গত এপ্রিলে ইনজুরিতে পড়েছিলেন। এরপর তার ক্যারিয়ার নিয়েই সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। কিন্তু অদম্য ইব্রাহিমোভিচ ঠিকই ফিরেছেন। ইতোমধ্যেই পাঁচ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। তবে সবগুলো ম্যাচেই বদলি হিসেবে খেলেছেন রেড ডেভিলদের এই সুইডিশ স্ট্রাইকার। মোট খেলেছেন ৭৩ মিনিট। তবে ৩৬ বছর বয়সী সাবেক পিএসজির এই তারকা ফুটবলারকে আজ আরও বেশি সময় খেলাতে পারেন মরিনহো। ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের প্রথম ১৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। গত সপ্তাহেই টানা ১৫ ম্যাচ জয়ের অবিস্মরণীয় রেকর্ড গড়েছে পেপ গার্ডিওলার দল।
×