ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কংগ্রেসের ৪৯তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ

গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধসমুন্নত রাখব ॥ রাহুল

প্রকাশিত: ০৩:২১, ১৭ ডিসেম্বর ২০১৭

গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধসমুন্নত রাখব ॥ রাহুল

ভারতের সবচেয়ে পুরনো দল কংগ্রেসের প্রধান হিসেবে শনিবার দায়িত্ব নিলেন রাহুল গান্ধী (৪৭)। গত সপ্তাহে তার নাম ঘোষণা করা হয়। রাজধানী নয়াদিল্লীর ২৪ আকবর রোডে দলীয় কার্যালয়ে ৪৯তম সভাপতি হিসেবে দায়িত্বগ্রহণ করলেন রাহুল গান্ধী। ২০১৩ সালে তিনি দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও এনডিটিভি’র। নতুন সভাপতির অভিষেক উপলক্ষে কংগ্রেসের সদর দফতর বর্ণিল সাজে সজ্জিত করা হয়। তৃণমূলকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ কংগ্রেসের শীর্ষ নেতারা। শুক্রবার আলাদা বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সোনিয়া গান্ধী তাদের অবসরের কথা ঘোষণা করেন। তাদের অবসরে বর্তমান সঙ্কটপূর্ণ রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করবে বলে কগ্রেসকর্মীরা মনে করেন। সংবাদকর্মীর এক প্রশ্নের জবাবে সোনিয়া গান্ধী বলেন, এখন আমার ভূমিকা হবে অবসরের। কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্বগ্রহণ করার পর এক বক্তব্যে রাহুল গান্ধী বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আমি। আমি আন্তরিকভাবে দলের দায়িত্ব পালন করব। আমাকে এখন এক দৈত্যাকৃতির ছায়ার সঙ্গে লড়াই করতে হবে। বিজেপিকে নিজের সেনাদের সঙ্গে লড়তে হয়। আমরা আমাদের ভাই ও বোনদের নিয়ে একসঙ্গে লড়াই করি। যদিও আমরা বিজেপির সঙ্গে একমত নই তারপরও আমরা বিজেপিকে আমাদের ভাই ও বোন মনে করি। তারা চায় দেশকে কংগ্রেসমুক্ত করতে... আমরা ঘৃণাকে ঘৃণা দিয়ে লড়াই করি না। তারা কুৎসা রটায়, আমরা সম্মান ও প্রতিরোধ করি। আমরা জনগণের দুর্গ। এটাই আমার দেশসেবা ও নীতি। আমরা কংগ্রেসকে পুরনো ও নতুনদের নিয়ে গঠন করব... যাতে আমাদের দেশে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়। আমরা রাজনীতি করি ক্রোধকে দূরে রেখে। যদি আপনি কোন আগুনের ওপর দেশ বিনির্মাণ করেন তবে তা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। আজ বিজেপি সারাদেশে সংঘাত, সংঘর্ষ ছড়িয়ে দিচ্ছে। আমরা প্রতিটি ভারতীয় নাগরিকের প্রতিনিধিত্ব করি। আমরা গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধ ব্যাহত হতে দিব না। আমরা জানি, মাত্র একজন লোকই শক্তিশালী আর সবাই হচ্ছে তার কর্মচারী। এই শক্তিশালী লোকটির প্রতিমূর্তি তৈরি করে দিতে সবাই ব্যস্ত। তারা দেশের ক্ষতি করে দিচ্ছে। তাদের ক্ষমতা হচ্ছে সবকিছুতে হস্তক্ষেপ ও বিকৃত করা। তারা কংগ্রেসকে প্রতিনিয়ত আক্রমণ করে যাচ্ছে যাতে আমরা দুর্বল হয়ে পড়ি। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বিজেপি শুধু দেশকে ধ্বংস করতে পারে আর আমরা গড়তে পারি। ভালবাসা দিয়ে কংগ্রেস দেশের মানুষের মন জয় করবে। কংগ্রেসকে হারানো গেলেও দুর্বল করা যাবে না। দেশকে গরীব বানিয়ে রাখতে চাইছে সরকার। দেশকে বাঁচাতে পারে একমাত্র কংগ্রেস। রাজনীতির উদ্দেশ্য মানুষের উন্নতি, ক্ষতি করা নয়। ভারতবাসীর মতো আমি আদর্শবাদী। দেশের মানুষের ভালবাসায় আমি রাজনীতিতে এসেছি। রাহুল গান্ধীর অভিষেক অনুষ্ঠানে সোনিয়া গান্ধী তার বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক শক্তি ফের মাথাচাড়া দিচ্ছে। এখন মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর রেখে যাওয়া কাজ শেষ করার চেষ্টা করেছিলাম। কুড়ি বছর আগে এমনই একদিনে সভাপতি হিসেবে আমার অভিষেক হয়েছিল। নেহরু পরিবারের কাছে দেশই জীবন। আমি আশা করছি নতুন নেতৃত্বে কংগ্রেস এগিয়ে যাবে। এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে কংগ্রেস। সভাপতি হিসেবে রাহুলকে শুভেচ্ছা। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তার বক্তব্যে বলেন, আজ কংগ্রেসের জন্য এক অনন্য দিন। রাহুলের নেতৃত্বে কংগ্রেস নতুন উচ্চতায় উঠবে। ১৯ বছর কংগ্রেসের সভাপতি থাকার জন্য সোনিয়া গান্ধীকে শুভেচ্ছা। রাহুল গান্ধী আপনার জন্য শুভকামনা রইল।
×