ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সাভারে তুচ্ছ ঘটনায় হামলা, ভাংচুর

প্রকাশিত: ০৪:৪৯, ১৬ ডিসেম্বর ২০১৭

সাভারে তুচ্ছ ঘটনায় হামলা, ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ ডিসেম্বর ॥ বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের দত্তপাড়া বেসরকারী বিশ^বিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ওই বিশ^বিদ্যালয় এলাকায় অবস্থিত জনৈক তুহিনের মালিকানাধীন ‘তুহিন ফাস্ট ফুড এ্যান্ড রেস্টুরেন্ট’র সামনে তুহিনের সঙ্গে কয়েকজন ছাত্রের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ওই দিন রাতে তুহিন ও তার সহযোগীরা অন্তত ১৫টি মোটর সাইকেলে করে এসে ক্যাম্পাসের বাইরে এক ছাত্রের বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে। এরপর বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে ক্যাম্পাসের দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে আতঙ্কের সৃষ্টি করে। পরে ছাত্ররা একজোট হয়ে ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ফাস্ট ফুডের দোকান ও এর চেয়ার-টেবিল ভাংচুর করা হয়। ছাত্ররা বিশ^বিদ্যালয়ের সামনে রাস্তায় টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করে। সংঘর্ষে এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়।
×