ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হুতিদের ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান ॥ নিকি হ্যালি

প্রকাশিত: ০৪:৪৫, ১৬ ডিসেম্বর ২০১৭

হুতিদের ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান ॥ নিকি হ্যালি

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বৃহস্পতিবার বলেছেন, ইয়েমেনে হুতি বিদ্রোহীরা গত মাসে সৌদি আরবে যে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে তা ইরানে তৈরি। তিনি এ বিষয়ে তার ভাষায় অকাট্য প্রমাণ উপস্থাপন করে এ কথা বলেন। কিন্তু তেহরান তাৎক্ষণিকভাবে এ অভিযোগ অস্বীকার করেছে। খবর এএফপির। হ্যালি তেহরানের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, জাতিসংঘ দেশটির ক্ষেপণাস্ত্র কর্মকান্ড নিয়ন্ত্রণের লক্ষ্যে নিরাপত্তা পরিষদে যে বাধ্যবাধকতা রয়েছে তার চরম লঙ্ঘন এ তৎপরতা। এতে করে ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বরপূর্ণ ভাষা প্রয়োগ আরও বেড়ে যাবে। ইরান ঐতিহাসিক পরমাণু চুক্তির চেতনার বিরুদ্ধে যাচ্ছে বলে ওয়াশিংটন অভিযোগ তুলছে। হ্যালি ওয়াশিংটনে এক সামরিক ঘাঁটির এক গুগাম ঘরে দুটি ক্ষেপণাস্ত্রের উদ্ধারকৃত অংশগুলোর সামনে দাঁড়িয়ে বলেন, অস্ত্রগুলোর ওপর সর্বত্র ইরানী ফিঙ্গার প্রিন্ট রয়েছে। তিনি বলেন, অস্ত্রগুলোর একটি ৪ নবেম্বর রিয়াদের বিমানবন্দরে ছোড়া হয়েছে। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি ইরানে তৈরি করা হয়েছে এবং পরে তা ইয়েমেনে হুতি জঙ্গীদের কাছে পাঠানো হয়েছে। সৌদি আরবে কয়েক শ’ নিরপরাধ বেসামরিক নাগরিককে হত্যার জন্য এটি ইয়েমেন থেকে এ বিমান বন্দর লক্ষ্য করে ছোড়া হয়। তিনি অভিযোগ এনে বলেন, ইরানের পরমাণু কর্মসূচী নিয়ন্ত্রণে ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশাসনের আচরণ সংযত করায় কোন ভূমিকা রাখেনি এবং তিনি তেহরানের বিরুদ্ধে আঞ্চলিক সংঘাতের শিখা উস্কে দেয়ার অভিযোগ আনেন।
×