ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন গবেষণা সংস্থার রিপোর্ট

দক্ষিণ চীন সাগর ঘিরে হতে পারে ভবিষ্যতের যুদ্ধ

প্রকাশিত: ০৪:৪৩, ১৬ ডিসেম্বর ২০১৭

দক্ষিণ চীন সাগর ঘিরে হতে পারে ভবিষ্যতের যুদ্ধ

চীন দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় সামরিক স্থাপনা তৈরি করেছে। স্থাপনাটি আকারে বাকিহাংম প্যালেসের চার গুণ বড়। একটি মার্কিন গবেষণা সংস্থার সদ্য প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে। একে ঘিরে ভবিষ্যতে যুদ্ধ হতে পারে বলেও রিপোর্টে সতর্ক করে দেয়া হয়েছে। এদিকে চীনের নৌবাহিনীর প্রধান তার অস্ট্রেলীয় প্রতিপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছেন, বিতর্কিত জলসীমায় অস্ট্রেলীয় নৌবাহিনীর উপস্থিতি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে। গার্ডিয়ান ও ওয়েবসাইট। মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক এ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে চীন চীন সাগরের বিতর্কিত জলসীমায় ২৯ হেক্টর ( ২ লাখ ৯০ হাজার বর্গ মিটার) জায়গা নিয়ে একটি সামরিক স্থাপনা তৈরি করেছে। এর অস্ত্র ও গোলাবারুদ, সেন্সর এবং রাডার সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র আশ্রয় কেন্দ্র রয়েছে। দক্ষিণ চীন সাগরের প্রবাল প্রাচীরের ওপর বালু ফেলে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে চীন। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক নৌপথ। বছরে ৩ ট্রিলিয়ন ডলার মূল্যমানের পণ্যসামগ্রী ওই পথ দিয়ে বহন করা হয়ে থাকে। দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ সাগরের ওই অংশে নিজেদের মালিকানা দাবি করে থাকে। চীন পুরো সাগরের ওপরই নিজের মালিকানা দাবি করে। দ্বীপগুলোকে বলা হচ্ছে চীনের আনসিঙ্কেবল এয়ারক্র্যাফট ক্যারিয়ার। বিতর্কিত দ্বীপের ১ হাজার ২৮০ হেক্টর জায়গা পুরোটাই দাবি করছে বেজিং। দক্ষিণ চীন সাগর নিয়ে আচরণবিধি তৈরির জন্য চীন কূটনৈতিক উপায়েও চেষ্টা করে যাচ্ছে। এ উদ্যোগ অবশ্য এখনও সফল হয়নি। বিতর্কিত জলসীমায় দ্বীপ তৈরি করে সামরিক স্থাপনা তৈরির জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অনেকদিন ধরেই চীনের সমালোচনা করে এসেছে।
×