ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের বাজেট ২৫ কোটি ডলার কমাতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:১৭, ১৪ ডিসেম্বর ২০১৭

জাতিসংঘের বাজেট ২৫ কোটি ডলার কমাতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র জাতিসংঘের আগামী অর্থবছর (২০১৮-২০১৯)-এর মূল বাজেট থেকে ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ডলার কমাতে চায়। মঙ্গলবার কূটনীতিকরা জানিয়েছেন, এর প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ইতোমধ্যেই ২শ’ মিলিয়ন ডলার বাজেট সাশ্রয়ের প্রস্তাব দিয়েছেন। -এএফপি। যুক্তরাষ্ট্র প্রতিবছর জাতিসংঘকে সবচেয়ে বেশি অনুদান দিয়ে থাকে। জাতিসংঘের মূল বাজেটের ২২ শতাংশ আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘকে ১৭০ মিলিয়ন ডলার সাশ্রয় করার জন্য বলেছে। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস সাধারণ পরিষদে ২০১৬-১৭ অর্থবছর থেকে ২শ’ মিলিয়ন ডলার সাশ্রয়সহ ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের দ্বিবার্ষিক বাজেট প্রস্তাব করেছেন। জাতিসংঘের অপারেশন বাজেট ও শান্তিরক্ষা বাজেট আলাদা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের চাপে শান্তিরক্ষা বাজেট থেকে ইতোমধ্যে ৬শত মিলিয়ন ডলার কমানো হয়েছে। ট্রাম্পকে নির্বোধ বলায় এফবিআই কর্মকর্তা চাকরিচ্যুত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্পকে নির্বোধ বলায় একজন সিনিয়র এফবিআই এজেন্টকে বিশেষ উপদেষ্টা রবার্ট মুলারের তদন্ত কার্যক্রম থেকে বাদ দেয়া হয়েছে। মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একটি ই-মেইল বার্তা সিনেট কমিটির হস্তগত হওয়ার পর তাদের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট এফবিআই কর্মকর্তাকে বাদ দেয়া হয়। ট্রাম্প সম্পর্কে সব ধরনের তথ্য সংগ্রহের পর পিটার স্ট্রজোক নামের এই সিনিয়র এফবিআই এজেন্ট মন্তব্য করেন যে, রিপাবলিকান পার্টির এই লোকটিকে (ট্রাম্প) প্রেসিডেন্ট প্রার্থী করার মতো বোকামি থেকে সরে আসা উচিত। -এএফপি
×