ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওয়ালটন বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ০৫:৪২, ১১ ডিসেম্বর ২০১৭

ওয়ালটন বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতা শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় গতকাল রবিবার থেকে হ্যান্ডবল মাঠে শুরু হয়েছে ‘ওয়ালটন বিজয় দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা। দুইদিনব্যাপী এই প্রতিযোগিতা আজ সোমবার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, যুগ্ম-সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ, বাংলাদেশ আনসার দলের ক্রীড়া অফিসার মোঃ রায়হান উদ্দিন ফকির, ডাঃ মোঃ কামরুজ্জামানসহ অন্য কর্মকর্তারা। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে পুরুষ ও মহিলাদের মোট ১৬টি ওজন শ্রেণীর কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনে মহিলা বিভাগে সেনাবাহিনীর ইসমাত আরা আনসারের রোজিনাকে, আনসারের রেহানা সেনাবাহিনীর রুনা সুলতানাকে এবং সেনাবাহিনীর হ্যাপি আনসারের নদী চাকমাকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। এদিকে পুরুষ বিভাগে বিজিবি’র মেজবাহ সেনাবাহিনীর শেখ জামানকে, বিজিবি’র রঞ্জু ঢাকা জেলার চান বাদশাকে এবং সেনাবাহিনীর রাজিব আনসারের নোমানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এবারের এই ওয়ালটন বিজয় দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী ও ঢাকা জেলা দল অংশ নিয়েছে। পুরুষ ও মহিলা বিভাগে ৮টি ওজন শ্রেণীতে ২০০ জন কুস্তিগীর নিজ নিজ ওজন শ্রেণীর শ্রেষ্ঠত্বের জন্য লড়ছে। পুরুষদের ওজন শ্রেণীগুলো হল- ৫৫ কেজি, ৬১ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৪ কেজি, ৮৬ কেজি, ৯৭ কেজি ও ১২৫ কেজি। মহিলাদের ওজন শ্রেণীগুলো হল- ৪৮ কেজি, ৫৩ কেজি, ৫৫ কেজি, ৫৮ কেজি, ৬০ কেজি, ৬৩ কেজি, ৬৯ কেজি ও ৭৫ কেজি। প্রতিটি ওজন শ্রেণীর বিজয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হবে।
×