ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিসেস এশিয়া...

প্রকাশিত: ০৪:২০, ১০ ডিসেম্বর ২০১৭

মিসেস এশিয়া...

এবারের মিসেস এশিয়া হলেন ভারতের পুরুলিয়ার রিঙ্কু ভকত (৪০)। হঠাৎ করেই মিসেস হিমাচল প্রদেশে প্রতিযোগিতায় যোগ দিয়ে বিজয়ী হয়ে যোগ্যতা অর্জন করেন মিসেস এশিয়ার অংশ নেয়ার। মালয়েশিয়ার একটি সংস্থার উদ্যোগে গত এক দশকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই প্রতিযোগিতাটি। প্রতিযোগিতায় মুকুটটির নাম ‘মিসেস এশিয়া ইন্টারন্যাশনাল পপুলারিটি’। -ট্রিবিউন ইন্ডিয়া ব্রিটিশ নারীকে মুক্ত করতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন তিনদিনের সফরে ইরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানী বংশোদ্ভূত ব্রিটিশ নারী নাজনিন জাগারি-র‌্যাটলিফের দন্ড- মওকুফ করে তাকে মুক্ত করার চেষ্টা করবেন। নাজনিনকে গত বছর তিন এপ্রিল তেহরান বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। সে সময় তিনি তার মেয়েকে নিয়ে ইরানে বেড়াতে যান। ইরানী কর্তৃপক্ষ দাবি করে, ২০০৯ সালে গণবিক্ষোভের সঙ্গে নাজনিন যুক্ত ছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করেন তিনি। বিচারে তার পাঁচ বছরের জেল হয়। -এএফপি
×