ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলাবামায় কট্টরপন্থী রয় মুরের পক্ষে ট্রাম্পের প্রচার

প্রকাশিত: ০৪:১৯, ১০ ডিসেম্বর ২০১৭

আলাবামায় কট্টরপন্থী রয় মুরের পক্ষে ট্রাম্পের প্রচার

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রয় মুরের বিজয় ছিনিয়ে আনতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয় মুরের বিরুদ্ধে কিশোরী মেয়েদের যৌন নির্যাতনের অভিযোগ থাকলেও ট্রাম্প তাকে সমর্থন দিয়েছেন। ফ্লোরিডার ফেন্সাকোলা শহরে প্রচার-অভিযানের মতো এক শোভাযাত্রায় উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, দলে দলে বেরিয়ে এসে রয় মুরেকে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। আবারও রয় মুরের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করে তিনি বলেন, আমাদের এই দেশ, আমাদের দেশের ভবিষ্যত যুক্তরাষ্ট্রের সিনেটে একটি আসন হারানোর ক্ষতি সহ্য করতে পারবে না। আমরা এই ক্ষতি সহ্য করতে পারব না। -খবর এএফপির যুক্তরাষ্ট্রের সবার নজর এখন আগামী সপ্তাহে অনুষ্ঠেয় আলাবামা সিনেট নির্বাচনের দিকে। চলতি সপ্তাহের শুরুতে ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে কট্টরপন্থী খ্রিস্টান রয় মুরেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সিনেট প্রার্থী রয় মুরের বিরুদ্ধে কিশোরী মেয়েদের যৌন নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে খুবই উদ্বেগের বলে জানিয়েছিলেন। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে রয় মুরের পক্ষাবলম্বন করেন। সত্তর বছর বয়সী সাবেক বিচারক রয় মুরের বিরুদ্ধে অভিযোগ, তার বয়স ত্রিশের কোটায় থাকাকালীন তিনি বেশ কয়েক নারীকে যৌন নির্যাতন করেছিলেন।
×