ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবলে আরামবাগ-ব্রাদার্স ম্যাচ ড্র

প্রকাশিত: ০৬:২৬, ৮ ডিসেম্বর ২০১৭

বিপিএল ফুটবলে আরামবাগ-ব্রাদার্স ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মুখোমুখি হয় আরামবাগ ক্রীড়া সংঘের। খেলাটি ড্র হয় ১-১ গোলে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। যদিও প্রথম লেগে আরামবাগ ২-১ গোলে হারিয়েছিল দুইবারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্সকে। বৃহস্পতিবারের ম্যাচে গোল করেন আরামবাগের রাজন মিয়া (৪৯ মিনিটে) এবং ব্রাদার্সের সিও জুনাপিয়ো (৮৩ মিনিটে)। নিজেদের পঞ্চদশ ম্যাচে এটা আরামবাগের তৃতীয় ড্র। ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্টে টেবিলের আগের অবস্থানেই, অষ্টম। তবে একধাপ উন্নতি হয়েছে ব্রাদার্সের। রহমতগঞ্জকে টপকে তারা উঠে এলো আরামবাগের ঠিক পরের স্থানেই (সমান ম্যাচে পঞ্চম ড্র, পয়েন্ট-১৪)। ক্লিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্পোর্টস রিপোর্টার ॥ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ৪০টিরও বেশি দলের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ‘ক্লিক র‌্যাকেট র‌্যাকেজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট।’ রাজধানীর বনানী মাঠে সাতদিনব্যাপী এ টুর্নামেন্ট শুরু হবে আগামী শনিবার। ৮টি গ্রুপে ৫টি করে দল খেলবে। খেলা হবে দলীয়ভাবে লীগ পদ্ধতিতে। প্রতি গ্রুপের সেরা দল খেলবে কোয়ার্টার ফাইনালে। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার এবং রানার্সআপ দল পাবে ৩০ হাজার টাকা করে প্রাইজমানি। টুর্নামেন্টটির উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপিইডেভের আয়োজনে এ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যের ব্র্যান্ড ‘ক্লিক’। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় এ আয়োজনে পাওয়ার্ড বাই হচ্ছে প্রাণ ইউএইচটি মিল্ক ও কো-স্পন্সর হিসেবে থাকছে দুরন্ত বাইসাইকেল। ক্লিকের ব্র্যান্ড ম্যানেজার সালাউদ্দিন আল হোসেন জানান, ‘আমরা পেশাদার খেলোয়াড়দের নিয়ে বড় ধরনের ব্যাডমিন্টন টুর্নামেন্ট হতে দেখি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এ ধরনের আয়োজন তেমন একটা হয় না। এই টুর্নামেন্ট যেন উৎসবে রূপ নেয় সেজন্য আমরা ব্যাডমিন্টন খেলার পাশাপাশি বিভিন্ন আয়োজন রেখেছি।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাণ ডেইরির জেনারেল ম্যানেজার (অপারেশন) রাজীব ইবনে ইসলাম, দুরন্ত বাইসাইকেলের ব্র্যান্ড ম্যানেজার রাকিবুল হাসান, এক্সপিইডেভের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইউসুফ এবং বাংলাদেশে ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য তারেক মাহমুদ।
×