ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সুইডিশ দূতাবাসের সঙ্গে ঢাকায় প্রকল্প বাস্তবায়ন চুক্তি

প্রকাশিত: ০৫:৫৬, ৭ ডিসেম্বর ২০১৭

সুইডিশ দূতাবাসের সঙ্গে ঢাকায় প্রকল্প বাস্তবায়ন চুক্তি

স্টাফ রিপোর্টার ॥ বস্তিবাসী এবং নিম্নবিত্তদের সহায়তায় ঢাকায় সুইডেন দূতাবাস এবং ওয়াটার এইড বাংলাদেশ ‘ওয়াশ ফর বাংলাদেশ পুওর’ নামে একটি প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করেছে সোমবার। ঢাকায় নিযুক্ত দূতাবাসের শার্জ দ্য এ্যাফেয়ার্স এ্যান্ডার্স ওরষ্ট্রম এবং ওয়াটার এইড বংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মোঃ খায়রুল ইসলাম নিজ নিজ সংস্থার পক্ষে পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন। প্রকল্পের মূল উদ্দেশ্য জলবায়ু পরিবর্তন সহিষ্ণু ওয়াশ সেবার মাধ্যমে শহরের দরিদ্রদের পানি, স্যানিটেশন এবং পরিচ্ছন্নতা (ওয়াশ) বঞ্চনা দূর করা, স্থানীয় ওয়াশ ব্যবস্থাপনাকে দরিদ্রবান্ধব করা এবং বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থাসমূহের মধ্যে সমন্বয় ব্যবস্থা উন্নত করা।
×