ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নওগাঁয় প্রয়াত জাপা নেতার স্ত্রীকে জবাই করে হত্যা

প্রকাশিত: ০৫:২১, ৭ ডিসেম্বর ২০১৭

নওগাঁয় প্রয়াত জাপা নেতার স্ত্রীকে জবাই করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ ডিসেম্বর ॥ শহরে দিনের বেলায় এক অভিজাত ও ধনাঢ্য পরিবারের বিধবা মহিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টার দিকে শহরের পোস্ট অফিস পাড়ায় এ হত্যাকান্ড- ঘটে। তিনি জেলার রানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাপা নেতা প্রয়াত কে সি মশিউর আলম বাচ্চু চৌধুরীর পত্নী জীবননেছা ওরফে মিনি চৌধুরী (৬৫)। দোতলা বাড়ির রান্নাঘরে তাকে জবাই করা হয়। প্রতিবেশীরা জানান, ঘটনার সময় তারা ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে ছুটে যান। গিয়ে রান্না ঘরে তার জবাই করা লাশ দেখতে পান। পুলিশ সুপার জানান, হত্যার শিকার মিনি চৌধুরী এই বাড়িতে একাই বসবাস করতেন। তাদের তিন মেয়ে নিজ নিজ শ্বশুরবাড়িতে থাকেন। ঘটনার সময়ও তিনি বাড়িতে একা ছিলেন। পুলিশ আরও জানায়, বাড়ির মূল দরজায় হত্যাকা-ে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি পাওয়া গেছে। হত্যাকারীরা পালিয়ে যাওয়ার সময় ছুরিটি ফেলে যায়। প্রতিবেশীরা জানান, গত এক তারিখে বাড়ির নিচ তলায় নতুন ভাড়াটিয়া উঠেছে। তবে এ সময় নিচতলায় কেউ ছিল না। নিচতলা তালাবদ্ধ ছিল। আরও জানা যায়, ওই বাড়িতে কয়েকদিন ধরে মিস্ত্রীরা গ্রিলের কাজ করছিল। কিন্ত ওইদিন তারা কাজ করতে আসেনি। হত্যাকান্ডের সময় বাড়ি থেকে কিছুই খোয়া যায়নি। পুলিশ সুপার বলেন, হত্যার মোটিভ অনুমান করা যাচ্ছে না। তবে পুলিশ তৎপর রয়েছে। অবিলম্বে হত্যাকান্ডের মোটিভসহ দোষীদের গ্রেফতার করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মিনি চৌধুরীর স্বামী কে সি মশিউর আলম বাচ্চু চৌধুরী রানীনগর উপজেলার প্রথম চেয়ারম্যান এবং রাতোয়াল গ্রামের খান পরিবারের মানুষ। সেই সুবাদে শহরে তাদের একটি সুপরিচিতি রয়েছে। হত্যাকা-ের সংবাদ ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ এই বাড়িতে এসে ভিড় জমান।
×