ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাইম ব্যাংক-পল্লীমা সংসদ স্কুল টিটি শুরু আজ

প্রকাশিত: ০৪:৩২, ৭ ডিসেম্বর ২০১৭

প্রাইম ব্যাংক-পল্লীমা সংসদ স্কুল টিটি শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহযোগিতায় খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘প্রাইম ব্যাংক-পল্লীমা সংসদ স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা’র প্রথম আসর। মোট ১০টি ইভেন্টে অংশ নেবে ঢাকা মহানগরীর ২২ স্কুলের ২৫০ খেলোয়াড়, যাদের ৫০ জনই প্রতিবন্ধী। একাধিক স্কুলের কিছু বিদেশী শিক্ষার্থী-খেলোয়াড়ও এতে অংশ নেবে বলে জানিয়েছে আয়োজকরা। সব খেলাই হবে নকআউট পদ্ধতিতে। কোন পেশাদার কিংবা রেটিংভুক্ত খেলোয়াড় এই আসরে অংশ নিতে পারবে না। বিজয়ী খেলোয়াড়দের সার্টিফিকেট, মেডেল এবং সব প্রতিবন্ধী খেলোয়াড়কে সার্টিফিকেট ও মেডেল দেয়া হবে। প্রতিযোগিতা শেষ হবে আগামী ৯ ডিসেম্বর। টুর্নামেন্টের বাজেট সাড়ে তিন লাখ টাকা। মূলত পল্লীমা সংসদের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মকা-ের প্রেক্ষিতেই এই আসরটি অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার পল্লীমা সংসদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পল্লীমা সংসদের সভাপতি হাফিজুর রহমান রানা এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ আরও অনেকে।
×