ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়ি ভাংচুর ও লুট

প্রকাশিত: ০৪:০১, ৫ ডিসেম্বর ২০১৭

রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়ি ভাংচুর ও লুট

নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ, ৪ ডিসেম্বর ॥ ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসীরা আব্দুল আউয়াল নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে জমি কেনার সাড়ে ছয় লাখ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। হামলার পর সন্ত্রাসীরা পুরো এলাকায় সশস্ত্র মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল আউয়াল জানান, ভক্তবাড়ি এলাকার সামসুদ্দিনের ছেলে ছাত্রলীগ নেতা মনির হোসেনের সঙ্গে আব্দুল আউয়ালের ব্যবসা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। প্রায় সময়ই মনির হোসেনসহ তার লোকজন আব্দুল আউয়ালকে হুমকি-ধামকি দিত। সোমবার দুপুরে সন্ত্রাসী মনির হোসেন, আরিফ খান জয়, শামিম, রাশিদুল ইসলামের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের সশস্ত্র বাহিনী নিয়ে আব্দুল আউয়ালের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির দরজা, জানালাসহ আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। এক পর্যায়ে তার স্ত্রী লিপি বেগমসহ পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙ্গে ফেলে। পরে আলমারিতে থাকা জমি কেনার সাড়ে ছয় লাখ টাকা লুটে নেয়। এ ব্যাপারে মুখ খুললে হত্যার পর শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয়া হয়। পরে পিতলগঞ্জ, ভক্তবাড়িসহ আশ-পাশের এলাকায় সশস্ত্র মহড়া দেয় তারা। এতে পুরো এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। হাটবাজারের দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। এলাকাবাসী অভিযোগ করে জানান, মনির হোসেন ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় নিরীহদের জমি জবরদখল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড- করে আসছে। এর আগেও মনির হোসেনসহ তার লোকজন বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। সশস্ত্র হামলাকারিদের গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী।
×