ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

স্ট্রাসবার্গের কাছে ২-১ গোলে হেরেছে প্যারিসের ক্লাব

প্রথম হারের স্বাদ পেল পিএসজি

প্রকাশিত: ০৫:৫৮, ৪ ডিসেম্বর ২০১৭

প্রথম হারের স্বাদ পেল পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানে উড়ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। কিন্তু গত মৌসুমেই মোনাকোর কাছে ফ্রেঞ্চ লীগের শিরোপা হাতছাড়া করে প্যারিসের ক্লাবটি। যে কারণেই নতুন মৌসুম শুরুর আগেই নতুন করে দল গঠন করে তারা। দলবদলে নতুন ইতিহাস গড়ে বার্সিলোনা থেকে নেইমারকে কিনে নেয়ার পাশাপাশি মোনাকো থেকে ধারে আনে কিলিয়ান এমবাপেকে। তার ফলও পেতে থাকে পিএসজি। নতুন মৌসুমের শুরু থেকেই অসাধারণ পারফর্মেন্স উপহার দেন নেইমার-এমবাপেরা। প্রতিপক্ষের বিপক্ষে জয় উৎসবটাকে যেন একেবারেই নিয়মিত স্বভাবে পরিণত করে ফেলেছিলেন তারা। অবশেষে ভুলে যাওয়া পরাজয়ের স্বাদ পেল নেইমার-এমবাপেরা। শনিবার পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা স্ট্রাসবার্গের কাছে ২-১ গোলে হেরেছে উনাই এমেরির দল। চলতি মৌসুমে ফ্রেঞ্চ লীগ ওয়ানে এটাই তাদের প্রথম হার। ম্যাচটা ছিল স্ট্রাসবার্গের মাঠে। স্বাগতিক সমর্থকদের অনুপ্রেরণা দারুণভাবে কাজে লাগায় স্ট্রাসবার্গ। ম্যাচ শুরুর ১৩ মিনিটেই নুনো দা কোস্তার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে পিএসজি। দলে ফিরেই গোল করেন পিএসজির ফরাসী স্ট্রাইকার এমবাপে। আদ্রিয়েন রেবিয়টের পাস থেকে খুব সহজেই প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে আবারও পিছিয়ে পড়ে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। ম্যাচের ৬৫ মিনিটে দুর্দান্ত এক গোল করে নেইমার-এমবাপেদের হতাশ করেন স্ট্রাসবার্গের ফরাসী ফরোয়ার্ড স্টেফান বাহোকেন। এদিন অবশ্য শুরু থেকেই মাঠে নামেননি দুর্দান্ত ফর্মে থাকা এডিনসন কাভানি। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর ৭৫ মিনিটে উরুগুইয়ান স্ট্রাইকারকে খেলার সুযোগ দেন পিএসজির অভিজ্ঞ কোচ উনাই এমেরি। কিন্তু তাতেও আর কোন ফল আসেনি। বরং দলের তারকা তিন ফুটবলার নেইমার-কাভানি-এমবাপে থাকা সত্ত্বেও মৌসুমের প্রথম পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় পিএসজিকে। তবে এই ম্যাচে নেইমারকে হলুদ কার্ড দেখান রেফারি। যোগ করা সময়ের সপ্তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। এর আগমুহূর্তে খর্বশক্তির দলের কাছে হারায় কিছুটা উদ্বেগের মধ্যে পড়ে গেছেন পিএসজির কোচ। ইউরো টুর্নামেন্টে বি-গ্রুপের চ্যাম্পিয়ন হবার জন্যই তাদের মিউনিখ সফরের কথা রয়েছে। কারণ এর আগে হোম গ্রাউন্ডে জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছিল উনাই এমেরির দল। শনিবার স্ট্রাসবার্গের কাছে হারের পর সংবাদ সম্মেলনে উঠে আসে চ্যাম্পিয়ন্স লীগ প্রসঙ্গই। এ প্রসঙ্গে এমেরি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘মঙ্গলবারের ম্যাচটি হচ্ছে একটি বড় পরীক্ষা। কারণ প্রতিপক্ষ দলটিও চ্যাম্পিয়ন্স লীগে বহুদূর যেতে চায়। একটি ভাল সেশন উপহার দিয়ে আমরা নিজেদের প্রমাণ করতে চাই।’ স্ট্রাসবার্গের কাছে হার শিরোপার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকা মার্সেই ও লিওর সঙ্গে পিএসজির আরও বড় ব্যবধান রচনাকে বাধাগ্রস্ত করেছে। তবে এমেরি জানান, ম্যাচে জয় তার দলের প্রাপ্য ছিল। দলের প্রচেষ্টা নিয়ে তার মধ্যে কোন শঙ্কার ছায়া ফেলেনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা গোল করার প্রচুর সুযোগ পেয়েছিলাম। এই ম্যাচে হারার মতো কোন পরিস্থিতিও সৃষ্টি হয়নি। দুর্ভাগ্যজনকভাবে আমরা গোল আদায়ে ব্যর্থ হয়েছি। আমরা ম্যাচ জয়ের দাবিদার ছিলাম। তাই এই ম্যাচের কারণে আমি ভয়ের কিছু দেখছি না।’ স্ট্রাসবার্গের কোচ থিয়েরি লরি বলেন, ‘এ রকম একটি দলের বিপক্ষে জয়ের জন্য আপনাকে এই মহাবিশ্বের সব এলিয়নের সহায়তার দরকার হবে।
×