ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ’১৮ সালের নির্বাচনে অংশ নেবেন হাফিজ সাঈদ

প্রকাশিত: ০৫:২৬, ৪ ডিসেম্বর ২০১৭

পাকিস্তানে ’১৮ সালের নির্বাচনে অংশ নেবেন হাফিজ সাঈদ

পাকিস্তানে আগামী বছরের সাধারণ নির্বাচনে জামত-উদ- দাওয়ার (জেইউডি) অংশ নেয়ার কথা ঘোষণা করেছেন হাফিজ সাইদ। এক বছরের গৃহবন্দিত্ব দশা থেকে মুক্তি পেয়ে শনিবার জামিয়া কাদসিয়ার উর্ধতন কলামিস্টদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা জানান। খবর এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। সাঈদ বলেছেন যে, তার দল নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। এ বছর ফেব্রুয়ারি মাসে তার দলকে সন্ত্রাসবিরোধী হিসেবে তালিকাভুক্ত করেছে। তার দলের রাজনৈতিক ক্ষেত্র হচ্ছে আন্তর্জাতিকভাবে কাশ্মীর সমস্যাকে তুলে ধরা। তাতে সহায়তা করার উদ্দেশ্য নিয়েই দল নির্বাচনে অংশ নেবে। ভারত আন্তর্জাতিকভাবে কাশ্মীর সমস্যাকে মারাত্মক ক্ষতি করে লবিং করছে। অন্যদিকে পাকিস্তানের সরকার নয়াদিল্লীর প্রতি নতজানু মনোভাব দেখাচ্ছে। সাঈদ বিশ্বাস করেন, ভারত কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয় এ কথা বলে পাকিস্তান সরকারের ওপর চাপ প্রয়োগ করছে। বিষয়টি থেকে পাকিস্তানকে প্রত্যাহার করতেও তারা বাধ্য করছে।
×