ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত: ০৫:২৫, ৪ ডিসেম্বর ২০১৭

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ

ইসরাইলে সরকারী দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগে তদন্তের মুখে থাকা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী তেল আবিবে শনিবারের ওই বিক্ষোভে প্রায় ২০ হাজার ইসরাইলী যোগ দেয়। এএফপি। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে প্রতি সপ্তাহে হওয়া দুর্নীতিবিরোধী বিক্ষোভগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ছিল। চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করা নেতানিয়াহু দুর্নীতির দুটি ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। একটিতে তিনি এক ধনী ব্যবসায়ীর কাছ থেকে উপহার নিয়েছিলেন এবং দ্বিতীয়টিতে এক সংবাদপত্র মালিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বী দৈনিককে ডুবিয়ে দেয়ার বিনিময়ে বেশি কভারেজ পাওয়ার চুক্তিতে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এসব অভিযোগ সত্ত্বেও কোন অন্যায় করার কথা অস্বীকার করেছেন নেতানিয়াহু। পার্লামেন্টে প্রস্তাবিত একটি খসড়া আইনের কারণেই শনিবারের বিক্ষোভটি ব্যাপক আকার পায়।
×