ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের উদ্যোগ

পশ্চিম উপকূলে থাড বসছে

প্রকাশিত: ০৫:২৪, ৪ ডিসেম্বর ২০১৭

পশ্চিম উপকূলে থাড বসছে

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে দেখা হচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে দেশকে রক্ষার কাজে নিয়োজিত মার্কিন এজেন্সি এ তথ্য জানিয়েছে। কংগ্রেসসের দুজন সদস্য শনিবার বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে সৃষ্ট উত্তেজনা মোকাবেলায় প্রতিরোধমূলক ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইয়হু নিউজ। উত্তর কোরিয়া গত মাসে যে আইসিবিএম পরীক্ষা করে যুক্তরাষ্ট্রের পুরোটা তার পাল্লায় পড়ে। ক্ষেপণাস্ত্রটি ১৩ হাজার কিলোমিটার (৮ হাজার মাইল) দূরের টার্গেটে আঘাত হানতে পারে। এই প্রেক্ষাপটে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। পশ্চিম উপকূলে যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে তার মধ্যে থার্মাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। এটি ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধী ব্যবস্থা। উত্তর কোরিয়ার সম্ভাব্য আক্রমণ মোকাবেলায় দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র সম্প্রতি থাড স্থাপন করেছে। ২০১৭ সালে উত্তর কোরিয়া অত্যন্ত দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ও পরমাণু প্রযুক্তিতে উন্নতি করেছে। আগামী কয়েক বছর এই ধারা চলতে পারে। এর ফলে নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা প্রয়োজন বোধ করছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া জুলাইতে আরেকটি আইসিবিএম পরীক্ষা করেছিল। তবে তারা পাল্লায় যুক্তরাষ্ট্রের মূল ভূখ- ছিল না। কংগ্রেস সদস্য মাইক রজার্স (রিপাবলিকান) বলেছেন, মিসাইল ডিফেন্স এজেন্সি (এমডিএ) পশ্চিম উপকূলে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা স্থাপনের কথা বিবেচনা করছে। তবে এর সংস্থাপন ব্যয় বাবদ অর্থ ২০১৮ সালের বাজেটের রাখা হয়নি। তাই এগুলো স্থাপনের কাজ বিলম্বিত হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। রজার্স কংগ্রেসের সশস্ত্র বাহিনী কমিটির সদস্য এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস সাব-কমিটির চেয়ারম্যান, এই কমিটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা তত্ত্ববধান করে থাকে। ক্যালিফোর্নিয়ার রিগান ন্যাশনাল ডিফেন্স ফোরামের বার্ষিক যোগ দিয়েছিলেন রজার্স। তিনি বলেন, থাড বসানোর উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। এছাড়া এর পরিবেশগত দিকটিও বিবেচনা করতে হবে। সম্মেলনে অংশ নেয়া ডেমোক্র্যাটিক দলীয় সদস্য এ্যাডাম স্মিথ বলেছেন, সরকার পশ্চিম উপকূলীয় লকহিড মার্টিন বিমান নির্মাণ কারখানায় থাড স্থাপনের কথা চিন্তাভাবনা করছে। যদিও এটি স্থাপনের জন্য অনেক জায়গা রয়েছে। থাড একটি ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করতে সক্ষম। সিস্টেমটি বসাতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। দক্ষিণ কোরিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রেই এ রকম সাত থাড ক্ষেপণাস্ত্র প্রতীরক্ষা ব্যবস্থা বসানো আছে। টেক্সাসের ফোর্ট ব্লিসে এ রকম একটি সিস্টেম বসানো আছে যা খুব অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরযোগ্য। তবে অন্যগুলোর অবস্থান প্রকাশ করা হয়নি। লকহিড মার্টিন কোম্পানির প্রতিনিধি বলেন, তাদের বিমান কারখানায় থাড মোতায়েন সম্পর্কে তিনি কিছুই জানেন না। থাড উন্নয়নে সহযোগিতা করার জন্য তাদের প্রতিষ্ঠান সব সময়ই প্রস্তুত রয়েছে। কোথায় সেটা মোতায়েন তা পুরোপুরি সরকারী সিদ্ধান্ত বলে তিনি মন্তব্য করেন। থাডের কার্যকারিতা যুক্তরাষ্ট্র এ বছর জুলাই মাসে পরীক্ষা করেছে। মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইআরবিএম) সিমুলেশন ব্যবহার করে চালানো ওই পরীক্ষায় সন্তোষজনক ফল পাওয়া গেছে। এর ফলে থাডের কার্যকারিতা নিয়ে নতুন করে আশা সঞ্চারিত হয়েছে। এর আগে দীর্ঘদিন এ বিষয়ে পরীক্ষা চালানো হয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল ভূখ- গ্রাউন্স বেজ্ড মিডকোর্স ডিফেন্স ব্যবস্থা দিয়ে সুরক্ষিত আছে। এছাড়া নৌবাহিনীতে আছে এইজিস প্রতীরক্ষা ব্যবস্থা। তবে থাড এগুলোর চেয়ে তুলনামূলকভাবে উন্নতমানের। ২০১১ সাল থেকে এগুলো তৈরি করা হচ্ছে।
×