ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গণমাধ্যমের ভূমিকার কারণে দেশে এইডস ছড়িয়ে পড়েনি ॥ ডাঃ কামরুল

প্রকাশিত: ০৫:২২, ৪ ডিসেম্বর ২০১৭

গণমাধ্যমের ভূমিকার কারণে দেশে এইডস ছড়িয়ে পড়েনি ॥ ডাঃ কামরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের(বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পত্রিকা ও সংবাদ সংস্থাসহ গণমাধ্যমের প্রশংসনীয় ভূমিকার কারণেই বাংলাদেশে ঝুঁকি থাকা সত্ত্বেও এইচআইভি/এইডস ছড়িয়ে পড়েনি। গণমাধ্যমের অবদানের কারণেই এইচআইভি সম্পর্কে দেশের মানুষ সচেতন হয়েছেন। তবে গণমাধ্যমের এই ভূমিকা অব্যাহত রাখতে হবে, যাতে ভবিষ্যতে প্রাণঘাতী এই রোগটি আর ছড়িয়ে না পড়ে। রবিবার সকাল ৯টায় বিএসএমএমইউ’র এ ও বি- ব্লকের মধ্যবর্তীস্থল বটতলায় ‘এইচআইভি সেবা শক্তিশালীকরণ প্রকল্প’র উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আবদুর রহিম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাল আল হারুন, অব্স এ্যান্ড গাইনী বিভাগের অধ্যাপক ডাঃ সালেহা বেগম চৌধুরী, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডাঃ নাজমুল করিম মানিক, উপ-সেবা তত্ত্বাবধায়ক খালেদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালা ॥ রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে বিএসএমএমইউ’র শহীদ ডাঃ মিলন হলে বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগ ও বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত ডায়াগনোস্টিক মাসকিউলোস্কেলিটাল আল্ট্রাসাউন্ডের ৩য় আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালা প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিনহাজ রহিম চৌধুরী ও বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ এম এ জলিল চৌধুরীর যৌথ সভাপতিত্বে সেমিনারে এ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, ইউরোপ থেকে আগত ৪ জন বিখ্যাত রিউমাটোলজিস্ট জার্মানির অধ্যাপক ওলফ গ্যাঙ স্মিথ, নেদারল্যান্ডের অধ্যাপক জর্জ ব্রুইন, স্পেনের অধ্যাপক ইনগ্রিড মোলের, আয়ারল্যান্ডের অধ্যাপক জুনাইদ করিম, মাসকিউলোস্কেলেটাল সনোলজিস্ট ডাঃ এ কে এম জহীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ব প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও সেমিনার ॥ রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিএসএমএমইউ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটির শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। - বিজ্ঞপ্তি।
×