ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিতলেই সেরা চারে খেলবে ঢাকা ও রংপুর

প্রকাশিত: ০৫:৫৮, ২ ডিসেম্বর ২০১৭

জিতলেই সেরা চারে খেলবে ঢাকা ও রংপুর

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরের শেষপর্ব শুরু হচ্ছে আজ। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ পর্বের সবকটি ম্যাচ হবে। আজ জিতলে আর অপেক্ষায় থাকতে হবে না। সেরা চারে খেলা নিশ্চিত করে ফেলবে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস লড়াই করবে। এ মুহূর্তে খুলনা টাইটান্স সবার আগে ও দ্বিতীয় দল হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেরা চারে খেলা নিশ্চিত করেছে। সাত দলের লীগে আরও দুটি দল সেরা চারে খেলবে। বাকি আছে আর দুটি দল। আজই সেই দুটি দল মিলে যেতে পারে। যদি ঢাকা ও রংপুর জিতে সেরা চারে খেলার টিকেট নিশ্চিত করে তাহলে রাজশাহী, সিলেট সিক্সার্সের বিদায় ঘণ্টা বাজবে। চিটাগং ভাইকিংস তো আগেই বিদায় নিয়েছে। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে কুমিল্লা এখন আছে শীর্ষে। পরের স্থানে আছে খুলনা। দলটি ১০ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে। তৃতীয় স্থানে আছে ১০ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া ঢাকা ডায়নামাইটস। চতুর্থ স্থানে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স, পঞ্চম স্থানে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাজশাহী কিংস, ষষ্ঠ স্থানে ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সিলেট সিক্সার্স ও সপ্তম স্থানে ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চিটাগং ভাইকিংস রয়েছে। সাত দলের লীগ হচ্ছে। শেষ পর্যায়েও এসে পড়েছে লীগ। কুমিল্লা ও রংপুরের আর তিনটি ম্যাচ বাকি আছে। বাকি সব দলেরই দুটি করে ম্যাচ আছে। আজ ঢাকা জিতলে ১৩ পয়েন্ট হয়ে যাবে। আর রংপুর জিতলে ১২ পয়েন্ট হবে। তখন দুই দল নিশ্চিতভাবেই সেরা চারে খেলবে। কারণ তখন রাজশাহীর হাতে থাকবে ১ ম্যাচ। সেই ম্যাচটি জিতলেও ১০ পয়েন্ট হবে। ১২ পয়েন্ট আর হবে না। সিলেটের তো ১১ পয়েন্টের বেশি হওয়ার কোন সুযোগই নেই। তাই ঢাকা ও রংপুর জিতলেই সেরা চারে খেলবে। ঢাকাপর্বে এবার মোট ১২ ম্যাচ হবে। লীগপর্বের আটটি ম্যাচ হবে। এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনালসহ আরও চারটি ম্যাচ হবে। এবার লীগে মোট ৪৬টি ম্যাচের মধ্যে ৪২টি লীগপর্বের খেলা হবে। ৩৪টি ম্যাচ শেষ হয়ে গেছে। বাকি আছে আর আটটি ম্যাচ। লীগপর্ব শেষে এলিমিনেটর, দুইটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সব দলই পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকতে চায়। কারণ তাতে সুবিধা আছে। এক ম্যাচ হারলেও আরেক ম্যাচ খেলে ফাইনালে ওঠার সুযোগ থাকে। পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকতে পারলে ফাইনালে ওঠার ক্ষেত্রে দুই ম্যাচ খেলার যে সুযোগ আছে। প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে জিতে ফাইনালে ওঠার সুযোগ থাকবে। পয়েন্ট তালিকায় থাকা সেরা দুই দলের মধ্যে প্রথম কোয়ালিফায়ার হবে। যে দল জিতবে তারা শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা নিশ্চিত করবে। হারা দলের ফাইনালে ওঠার সুযোগ থাকবে। দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথম কোয়ালিফায়ারে হারা দলের প্রতিপক্ষ থাকবে এলিমিনেটর ম্যাচে জেতা দল। পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে হবে এলিমিনেটর ম্যাচ। যে দল হারবে বিদায় নেবে। যে দল জিতবে তারা প্রথম কোয়ালিফায়ারের হারা দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় দলের তাই ফাইনালে ওঠার ক্ষেত্রে ম্যাচ দুটি খেলার সুযোগ থাকবে। সেখানে তৃতীয় ও চতুর্থ দল একটি (এলিমিনেটর) ম্যাচে হারলেই বিদায় নেবে। ফাইনালে উঠতে হলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচও জিততে হবে। তাই সেরা চারে থাকা দলগুলো পয়েন্ট তালিকাতেও মজবুত অবস্থা গড়তে চায়। আজ ঢাকা তাই জিতে আগে সেরা চারে খেলা নিশ্চিত করতে চায়। রংপুরও তাই। যেন সামনে যে একটি ম্যাচ থাকবে সেটিতে জিতে পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকা যায়। তবে সেই পথে এই দুই দলেরই বাধা আছে। কারণ কুমিল্লা ও খুলনা খুবই ভাল অবস্থানে আছে। আগে তো সেরা চারে খেলা নিশ্চিত করতে হবে। ঢাকা ও রংপুর আজই সেই চেষ্টা করবে। তবে হারলেও সেরা চারে খেলার সুযোগ এই দুই দলের থাকবে। হাতে থাকবে যে আরও ১টি করে ম্যাচ। সেই ম্যাচ জিতলেই হবে।
×