ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাস্তার বেহাল দশায় অতিষ্ঠ নগর জীবন

প্রকাশিত: ০৫:৪৯, ২ ডিসেম্বর ২০১৭

রাস্তার বেহাল দশায় অতিষ্ঠ নগর জীবন

নগরজুড়ে রাস্তার বেহাল দশায় অতিষ্ট নগর জীবন। ফুটপাত দখল, রাস্তায় গাড়ি পার্কিং কিংবা বাজার বসিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি অথবা রাস্তা সংস্কারের নামে ভোগান্তি পুরো নগরজুড়েই। এতে করে যেমন সৃষ্টি হচ্ছে যানজট তেমনি, আর্থিক ও স্বাস্থ্যগতভাবেও ক্ষাতিগ্রস্ত হচ্ছেন শহরবাসী। রাজধানী থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে যাওয়ার যে প্রধান সড়কটি তা কল্যাণপুর হয়ে গাবতলীর রাস্তাটি। আর এখানে প্রতিনিয়ত চলাচল করে থাকে অসংখ্য ভারি যানবাহন। এ সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। কল্যাণপুর বাস স্ট্যান্ডের দু’পাশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনা ঘটছে হরহামেশাই। বাহন বিকল হওয়াসহ যানজট এখানকার নিত্যদিনের সঙ্গী। রাস্তার এমন দশায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। সেখান থেকে সামান্য একটু এগুলেই চোখে পড়বে দীর্ঘদিন যাবদ অসম্পূর্ণ সংস্কারে ক্ষতবিক্ষত ফুটপাত। পাশেই দেখা মিলবে জলাবদ্ধতা আর ছোট ছোট গর্ত, এক পাশের লেনে নেই কোন পিচ। দারুস সালাম মোড় থেকে গাবতলী, মাঝখানে মাজার রোড মোড় পুরো রাস্তার খানিক পর পর ছোট বড় গর্তের কারণে দুর্ভোগ পিছু ছাড়ছেনা এ পথের যাত্রীদের। কবে এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে তার কোন নির্দিষ্ট সময় আছে কিনা তা জানা নেই নগরবাসীর। -স্টাফ রিপোর্টার
×