ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কোন্ গ্রুপে নেইমারের ব্রাজিল, মেসির আর্জেন্টিনা?

প্রকাশিত: ০৫:৫৪, ১ ডিসেম্বর ২০১৭

কোন্ গ্রুপে নেইমারের ব্রাজিল, মেসির আর্জেন্টিনা?

স্পোর্টস রিপোর্টার ॥ নবেম্বর মাসে শেষ হয়েছে ঘটন অঘটনের বিশ্বকাপ বাছাইপর্ব। প্রথম দল হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকেট কেটেছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর শেষ প্রতিযোগী হিসেবেও বিশ্বকাপের রঙিন মঞ্চে উঠেছে আরেক দক্ষিণ আমেরিকার দেশ পেরু। এর মধ্য দিয়ে ২১তম ফিফা বিশ্বকাপের ৩২টি দলও চূড়ান্ত হয়েছে। এখন অপেক্ষা কোন্ দেশ কার বিরুদ্ধে খেলবে সেটা নির্ধারণ করা। অর্থাৎ বিশ্বকাপের জমকালো ড্র’র অপেক্ষা। অবশেষে সেই ক্ষণ দুয়ারে। আজই ৩২টি দল নিয়ে ড্র অনুষ্ঠিত হবে। রাশিয়ার রাজধানী মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেস কনসার্ট হলে হবে জাঁকালো ড্র অনুষ্ঠান। ড্র অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা থেকে। সরাসরি দেখাবে সনি টেন ২ চ্যানেল। বিশ্বকাপে ৩২টি দল মোট আটটি গ্রুপ ভাগ হয়ে লড়বে। এই দলগুলো কে কার বিরুদ্ধে খেলবে সেটাই নির্ধারণ করা হবে ড্র’র মাধ্যমে। অক্টোবরের ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী ড্র’র জন্য চারটি পট-এ আটটি করে দল রাখা হয়েছে। স্বাগতিক রাশিয়ার সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দল থাকবে এক নম্বর পটে। র‌্যাঙ্কিংয়ের পরের আটটি দল থাকবে পট ২-এ। এভাবে র‌্যাঙ্কিং অনুযায়ী পরের দুটি পটেও আটটি করে দল থাকবে। ইউরোপ ছাড়া অন্য কোন মহাদেশ থেকে একটির বেশি দল এক গ্রুপে পড়বে না। আর ইউরোপ থেকে সর্বোচ্চ দুটি দল কোন্ গ্রুপে থাকতে পারবে। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের স্বাগতিক দলসহ র‌্যাঙ্কিং অনুসারে শীর্ষ ৮ দল থাকবে পট ১-এ। র‌্যাঙ্কিংয়ের পরবর্তী ৮ দল থাকবে পট ২-এ। এভাবে পট ৩-এ আরও ৮টি এবং র‌্যাঙ্কিংয়ের সর্বনিম্ন ৮ দলকে রাখা হবে পট ৪-এ। একই অঞ্চল থেকে দুটি দলকে একই গ্রুপে রাখা যাবে না। অর্থাৎ বাজিল ও আর্জেন্টিনা কিংবা সেনেগাল ও তিউনিসিয়া একই গ্রুপে থাকতে পারবে না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হলো উয়েফাভুক্ত দেশগুলো। একেকটি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারবে। এ অঞ্চলের দল বেশি হওয়ার কারণেই এমন করা হয়েছে। প্রতিবারই বিশ্বকাপের ডেথ গ্রুপ নিয়ে আলোচনা হয়ে থাকে। এবারও ড্র’র আগে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ধারণা করা হচ্ছে এবার একাধিক মৃত্যুকূপ গ্রুপ হতে পারে। গত দুই বিশ্বকাপের দুই চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানিকে দেখা যেতে পারে একই গ্রুপে! গ্রুপ অব ডেথ আসলে নির্ধারণ করবে পট ৩-এর দলগুলো। বিশেষ করে সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড ও মিসর যে গ্রুপগুলোয় থাকবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে কয়েক গুণ। গ্রুপপর্ব থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে দুটি দল। প্রথম দুই পাত্রের দল দুটি সাধারণত ফেবারিট থাকে নকআউট পর্বে যাওয়ার। এবার তৃতীয় পাত্রে অন্তত চারটি দল আছে, যারা চমক দিয়ে চলে যেতে পারে দ্বিতীয় রাউন্ডে। ১ ও ২ নম্বর পাত্রেও কিছু চমক থাকছে। পট ১-এ চমক দিয়ে আছে পোল্যান্ড। অনেকদিন ধরে একসঙ্গে খেলে আসা দলটি ফিফা র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে থাকার কারণে পট ১-এ জায়গা পেয়েছে। অন্যদিকে তারকায় ঠাসা দল নিয়েও স্পেন ও ইংল্যান্ডের জায়গা হয়েছে পট ২-এ। নাইজিরিয়া, অস্ট্রেলিয়া ও জাপান আছে পট ৪-এ। ব্রাজিল, স্পেন, আইসল্যান্ড ও নাইজিরিয়া একই গ্রুপে পড়ার সম্ভাবনা তাই উড়িয়ে দেয়া যাচ্ছে না। আবার আর্জেন্টিনা, ইংল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ারও একই গ্রুপে থাকার সম্ভাবনা থাকছে। এদিকে ড্র’র আগেই প্রায় সাড়ে সাত লাখ টিকেট বিক্রি করে ফেলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে স্বাগতিক রাশিয়ার টিকেট আবেদনকারীর সংখ্যা সবচেয়ে বেশি। রাশিয়া ছাড়া ৪৭ শতাংশ টিকেট আবেদনকারী বিশ্বের বিভিন্ন দেশের। মোট ৭ লাখ ৪২ হাজার ৭৬০টি টিকেট বিক্রি হয়েছে। রাশিয়া বিশ্বকাপের জন্য সবচেয়ে দামী টিকেটের মূল্য ৮২৯ পাউন্ড। প্রথমপর্বে টিকেট বিক্রি নিয়ে ফিফার হেড অব টিকেটিং ফক এলার জানান, প্রথমপর্বের টিকেট বিক্রি শেষে আমরা খুবই আনন্দিত। আবেদনকারীরা রাশিয়াতে বিশ্বকাপের ম্যাচ দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। দ্বিতীয় মেয়াদে ফিফা টিকেট বিক্রি শুরু করবে ৫ ডিসেম্বর থেকে। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
×