ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে গাড়ির ধাক্কায় র‌্যাব কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৭:২১, ২৬ নভেম্বর ২০১৭

গাজীপুরে গাড়ির ধাক্কায় র‌্যাব কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শনিবার সন্ধ্যায় গাড়ির ধাক্কায় র‌্যাবের ট্রেনিং স্কুলের এক উপসহকারী পরিচালক (ডিএডি) নিহত হয়েছেন। ছুটি কাটিয়ে বাড়ি থেকে কর্মস্থলে ফেরারপথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহতের নাম সোহেল রানা (৩৪)। বাংলাদেশ সেনাবাহিনীর এডুকেশন কোরের ওয়ারেন্ট অফিসার সোহেল রানা সম্প্রতি গাজীপুরের পোড়াবাড়িতে র‌্যাবের ট্রেনিং স্কুলে যোগদান করেন। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল গ্রামের জিএম আব্দুর রউফের ছেলে। গাজীপুরের পোড়াবাড়ির র‌্যাব ট্রেনিং স্কুলের এএসপি আব্দুল মালিক জানান, ছুটি কাটিয়ে বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন র‌্যাব ট্রেনিং স্কুলের উপসহকারী পরিচালক (ডিএডি) সোহেল রানা। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্মস্থলের পার্শ্ববর্তী গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন। পরে তিনি কয়েক গজ দূরে নিজ কর্মস্থলে যাওয়ার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল রানা বাংলাদেশ সেনাবাহিনীর এডুকেশন কোরের ওয়ারেন্ট অফিসার। তিনি সম্প্রতি গাজীপুরের পোড়াবাড়িতে র‌্যাবের ট্রেনিং স্কুলে যোগদান করেন। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল হাই জানান, দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাতেই সেখানে নিহতের ময়নাতদন্ত করা হয়।
×