ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আঞ্চলিক শাখাগুলো তৎপর

আইএস আরও বেপরোয়া ও সহিংস হয়ে উঠতে পারে

প্রকাশিত: ০৩:৩৩, ২৬ নভেম্বর ২০১৭

আইএস আরও বেপরোয়া ও সহিংস হয়ে উঠতে পারে

ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ খিলাফত হারিয়ে আরও বেপরোয়া ও সহিংস হয়ে উঠতে পারে। মিসরীয় মসজিদে ইসলামিক স্টেটের শুক্রবারের ভয়াবহ হামলা প্রমাণ করে যে ইরাক ও সিরিয়ায় প্রধান এলাকাগুলো হাতছাড়া হওয়ার কারণে হত্যাযজ্ঞ ঘটানোর ও যথাযথ প্রতিশোধ গ্রহণের সামর্থ্য রয়েছে গ্রুপের আঞ্চলিক শাখাগুলোর। খবর ওয়াশিংটন পোস্ট অনলাইনের। মিসরের স্বল্প জনবসতিপূর্ণ সিনাই উপদ্বীপে আল রাওদা মসজিদে হামলার দায়িত্ব তাৎক্ষণিকভাবে কোন গ্রুপ স্বীকার না করলেও আইএস যে দায়ী তা মনে করার যথেষ্ট কারণ রয়েছে। প্রায় ১ হাজার সদস্য নিয়ে গঠিত আইএসের মিসরীয় শাখা সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে মিসরীয় সৈন্য ও পুলিশের ওপর হামলা জোরদার করেছে এবং মিসরের প্রচলিত কপটিক খ্রীস্টধর্মের গির্জাগুলো অবরোধ করে এসেছে। শুক্রবারের হামলার আগে আইএসকে যে উল্লেখযোগ্য হামলার জন্য সন্দেহ করা হয় তা হলো তারা ২০১৫ সালে রাশিয়ার মেট্রোজেট ফ্লাইট নাইট টু সিক্সএইট বিমান ভূপাতিত করে। ওই হামলায় ২শ’ ২৪ রুশ পর্যটক নিহত হন। শুক্রবারের হামলায় এত সংখ্যক লোকের এ হত্যাযজ্ঞে কেবলি মর্মস্পর্শ হয়ে ওঠছে পরিবেশ। মিসরীয় কর্মকর্তারা বলেছেন, নিহত হয়েছে ২শ’ ৩৫ জন। সরকারী কর্মকর্তা ও বাইরের বিশ্লেষকরা আইএসের এ সাম্প্রতিক রক্তক্ষয়ী ঘটনায় বিভীষিকা সৃষ্টির কৌশলের ব্যাপক বিস্ময়বোধ করছেন। গোয়েন্দা কর্মকর্তা ও সন্ত্রাস বিশেষজ্ঞরা বলেছেন, সিনাইয়ে এ হামরার জন্য দায়ী আঞ্চলিক শাখাগুলোর একটি এবং আইএসের স্বঘোষিত খিলাফতের পতন হওয়ায় এ উচ্চমাত্রার হামলা এর মূল নেতৃত্ব গ্রহণে ব্যাপক ক্ষমতার লড়াইয়ের একটা আভাস হতে পারে। বিশ্লেষকরা বলেন, বেশ কয়েকটি স্থানীয় সেল এর মধ্যেই তাদের অধিকার অব্যাহত রাখতে বা এমন কি জোরদার করার জন্য প্রস্তুতি শুরু করেছে। মার্কিন পররাষ্ট্র দফতরে সন্ত্রাসবিরোধী বিষয়ক সাবেক সমন্বয়ক ও ডার্টমাউথ কলেজের অধ্যাপক ডেনিয়েল বেঞ্জামিন বলেন, সিনাই হামলায় বোঝা যায়, আইএসের খিলাফত ধ্বংসের বিষয়টি গ্রুপের আঞ্চলিক শাখাগুলোর ওপর প্রভাব পড়ছে খুবই কম। বেশিরভাগ আঞ্চলিক শাখাগুলোর মতো সিনাই শাখার অস্তিত্ব ছিল আইএস ২০১৪ সালে খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়ার অনেক আগেই। বিশ্লেষকরা মনে করেন, শুক্রবার জুমার সময় এ হামলা এবং একটি সুফি মসজিদকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয়ার ঘটনা আইএসের অবশিষ্ট শাখাগুলোর মধ্যে একটি নতুন ধরনের বেপরোয়া মনোভাব ও নৈরাশ্যের ছায়া পড়েছে।
×