ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-কুমিল্লা ও সিলেট-রংপুর লড়াই আজ

প্রকাশিত: ০৬:১২, ২০ নভেম্বর ২০১৭

ঢাকা-কুমিল্লা ও সিলেট-রংপুর লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরের ঢাকাপর্বের প্রথম ধাপের খেলা শেষ পর্যায়ে চলে এসেছে। আর দুইদিন খেলা হলেই ঢাকাপর্বের প্রথম ধাপের ইতি ঘটবে। এরপর শুরু হবে চট্টগ্রামপর্ব। তারপর আবার ঢাকাপর্বের দ্বিতীয় ধাপ এবং বিপিএলের শেষ ধাপ শুরু হবে। ঢাকাপর্বের প্রথম ধাপের শেষ দুইদিনের আজ একদিন। এই দিনটিতে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার লড়াই হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা ও কুমিল্লার মধ্যকার ম্যাচটি দুপুর ১টায় এবং সিলেট ও রংপুরের মধ্যকার ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে। যে চারদল আজ মাঠে নামবে তাদের মধ্যে ‘কাগজে-কলমে’ সেরা দল রংপুর। কিন্তু এই দলটিই সবচেয়ে বেশি বিপাকে আছে। দলটিতে টি২০’র সেরা ক্রিকেটাররা আছেন। অথচ পয়েন্ট তালিকায় দলটির রুগ্ন অবস্থা। এতটাই খারাপ অবস্থা যে পয়েন্ট তালিকায় সবার নিচে আছে। ৪ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে। ২ পয়েন্ট নিয়ে সাতদলের মধ্যে সপ্তম স্থানে আছে দলটি। ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম দলে যোগ হওয়ার পরও রংপুরের বেহাল দশার কোন উন্নতি হয়নি। আজ দলটি নিজেদের ভাগ্য পরিবর্তনে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে। যে দলটির বিপক্ষে খেলতে নামবে সেই দলটি আবার সিলেটপর্বে দুর্বার নৈপুণ্য দেখালেও ঢাকাপর্বে আলোড়ন ছড়াতে পারছে না। দলটি সিলেট সিক্সার্স। সিলেটে টানা তিন জয় পেয়েছে সিলেট। এই তিন জয়ই পয়েন্ট তালিকায় মজবুত অবস্থায় রেখেছে সিলেটকে। পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে সিলেট। সবচেয়ে বেশি ৭ ম্যাচ খেলে ফেলেছে। সাত ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জিতেছে। ৩ ম্যাচে হেরেছে। ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে। আজ যদি সিলেট জিততে পারে তাহলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অথবা তৃতীয় স্থানে থাকার সুযোগ থাকবে। আর হারলে অবস্থানের কোন পরিবর্তন হবে না। তবে রংপুর জয়ের ধারায় ফিরবে। টানা তিন ম্যাচ হারের জ্বালায় ভুগছে রংপুর। মনে করা হচ্ছিল বিশ্বের সেরা টি২০ ব্যাটসম্যান গেইল এসে দলের অবস্থার পরিবর্তন করে দেবেন। সেই সঙ্গে ম্যাককালামও আছেন। কিন্তু দুইজনই এবার বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থ হন। আর সেই ব্যর্থতা দলকেও সফল হতে দেয়নি। আজ গেইল-ম্যাককালাম কি করেন সেদিকেই সবার নজর থাকছে। রংপুরের অবস্থার পরিবর্তন যে এই দুইজনের নৈপুণ্যের ওপরও নির্ভর করছে। রংপুরের পর শক্তিশালী দল হচ্ছে ঢাকা। দলটি বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলও। দলটি যে শক্তিশালী তা শুধু ‘কাগজে-কলমে’ই নয়। খেলাতেও প্রমাণ মিলছে। দলটি এখন পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে। ৬ ম্যাচে ৪ জয় পেয়েছে দলটি। ১টি মাত্র ম্যাচে হেরেছে। সেই সঙ্গে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্টও মিলেছে। দলটি সিলেটপর্বে প্রথম ম্যাচটিতেই হেরেছিল। এরপর দলটি যেন শুধরে যায়। এরপর টানা পাঁচ ম্যাচে চমক দেখায়। টানা পাঁচ ম্যাচের একটিতেও হার নেই। দলটি যে শক্তিশালী তা বোঝাই যাচ্ছে। ৯ পয়েন্ট নিয়ে তাই পয়েন্ট তালিকার শীর্ষেও আছে ঢাকা। তবে ঢাকার এই শীর্ষে থাকা আজ নড়বড় করে দিতে পারে কুমিল্লা। যদি জিতে। কুমিল্লা যদি আজ জিতে তাহলে দলটি পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে যাবে। ৫ ম্যাচে ৪ জয় পেয়েছে কুমিল্লা। ১টি ম্যাচে হেরেছে। টানা চার ম্যাচে জিতেছে কুমিল্লা। এমন অবস্থায় দলটি যখন নিজেদের সর্বশেষ ম্যাচে মাশরাফি-গেইল-ম্যাককালামের দল রংপুরকেও হারিয়ে দিয়েছে, তখন দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। সেই আত্মবিশ্বাস নিয়ে সিলেট আজ যে ঢাকাকেও হারিয়ে দেবে না তা বলা মুশকিল। দলটি খুব বেশি শক্তিশালী নয়। তবে ব্যালান্স দল। আর সবদিকে ব্যালান্স থাকায় সুবিধাই হচ্ছে। যে দলই সামনে পড়ছে হারছে। আজ কী তাহলে ঢাকার পালা? তা সময়ই বলবে। তবে ম্যাচটি যদি কুমিল্লা জিতে নিতে পারে তাহলে ৮ পয়েন্ট নিয়ে যে এখন দ্বিতীয় স্থানে আছে, ১০ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে যাবে।
×