ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি এ্যাটলেটিকো-রিয়াল

প্রকাশিত: ০৭:০৩, ১৮ নভেম্বর ২০১৭

মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি এ্যাটলেটিকো-রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাই ফুটবল ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচের বিরতির পর আবারও শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের জমজমাট আসর। তবে মূল লড়াই শুরু হচ্ছে আজ থেকে। বিশ্বের বিভিন্ন দেশের সেরা লীগগুলোর সেরা দল মাঠে নামার অপেক্ষায়। আজ রাতেই যেমন স্প্যানিশ লা লিগায় মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। স্পেনের রাজধানীতে মৌসুমের প্রথম ডার্বিতে নতুন হোম গ্রাউন্ড ওয়ান্ডা মেট্রোপলিটানোতে রোনাল্ডোদের আতিথ্য দেবে এ্যাটলেটিকো। আজ রাতে মাঠে নামছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সিলোনাও। এ্যাওয়ে ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ লেগানেস। চলতি মৌসুমে লা লিগায় মাদ্রিদের দুটি দলই অধারাবাহিক। নিজেদের সেরা ফর্ম ফিরে পেতে লড়ছে রিয়াল ও এ্যাটলেটিকো। মৌসুম শুরুর কিছু ব্যর্থতার কারণে দুই দলই এখন পয়েন্ট টেবিলের শীর্ষধারী বার্সিলোনা থেকে আট পয়েন্ট এবং ২য় স্থানে থাকা ভ্যালেন্সিয়া থেকে ৪ পয়েন্টে পিছিয়ে। সর্বশেষ চার মৌসুমের দুইবারের ফাইনালিস্ট এ্যাটলেটিকো এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্ব থেকে বিদায়ের লজ্জায় ডুবেছে। অপরদিকে পাঁচ বছরের মধ্যে গ্রুপপর্বে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়াল। চলতি মাসের শুরুতে তারা হার মেনেছে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের কাছে। যদিও চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। এই দুই দলের বড় ধরনের ছন্দ পতনের কারণ হচ্ছে তাদের দুই তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও এ্যান্টোনিও গ্রিজম্যান অফফর্মে থাকায়। গত বছর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই করেছে এই দুই ফুটবল তারকা। ওই মৌসুমে রিয়াল এবং রোনাল্ডোর পর্তুগাল পরাজিত করেছে যথাক্রমে চ্যাম্পিয়ন্স লীগে এ্যাটলেটিকো মাদ্রিদকে ও ইউরো ২০১৬ সালের ফাইনালে ফ্রান্সকে। দুই ম্যাচেই রোনাল্ডোর প্রতিপক্ষ ছিলেন গ্রিজম্যান। এবারের লা লিগায় অবশ্য এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি রোনাল্ডো। লা লিগার সাত ম্যাচে অংশ নিয়ে করেছেন মাত্র একটি গোল। যদিও প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে এ সময় তিনি ৪৮টি শট নিয়েছেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, রোনাল্ডোর বিশ্রামহীনতার প্রভাব মাঠে পড়ছে। এ কারণে তার মেজাজটাও কিছুটা খিটখিটে হয়ে গেছে। চলতি সপ্তাহে যার প্রতিফলন ঘটেছে রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে তার সম্পর্কের মধ্যে। লন্ডনের ওয়েম্বলিতে টটেনহ্যামের কাছে ৩-১ গোলে হারের পর রোনাল্ডো বলেছিলেন আলভারো মোরাতা, পেপে ও জেমস রড্রিগুয়েজসহ বেশ কয়েকজন খেলোয়াড় দল ছেড়ে চলে যাওয়ার কারণে রিয়াল কিছুটা দুর্বল হয়ে পড়েছে। পরে রামোস রোনাল্ডোর এই মন্তব্যকে ‘সুবিধাবাদী’ বক্তব্য বলে উল্লেখ করেছিলেন। এদিকে মাত্র পাঁচ মাস আগে এ্যাটলেটিকোর সঙ্গে চুক্তি নবায়নের পর ফরাসী তারকা গ্রিজম্যানের স্পেন ছেড়ে চলে যাওয়ার আগ্রহ প্রকাশের কারণে দলে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে এ্যাটলেটিকো মিডফিল্ডার কোকে বলেন, তিনি (গ্রিজম্যান) এখানে থাকতে চান না। অন্যত্র চলে যেতে চান। প্রায় একমাস ইনজুরিতে কাটানোর পর কোকের দলে ফেরাটা এ্যাটলেটিকোর জন্য কিছুটা হলেও স্বস্তি। এ্যাটলেটিকোর সর্বশেষ সাত ম্যাচে গ্রিজম্যান একটি গোলও করতে পারেননি। এ প্রসঙ্গে কোকে বলেন, আগের বছরের সঙ্গে তুলনা করলে এটি আলাদা। আমরা একটি নতুন স্টেডিয়াম পেয়েছি। তবে গোল এবং জয় পাওয়ার ক্ষেত্রে আমাদের রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। আমাদের কোন কিছুর ঘাটতি নেই। এখন এগিয়ে যাবার জন্য আমাদের দরকার ভাগ্যের কিছুটা সহায়তা। এটি ঠিক যে ৬৮ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন স্টেডিয়ামের সঙ্গে এ্যাটলেটিকো কিছুটা ধীরস্থিরভাবে খাপ খাওয়াচ্ছে। কারণ এই স্টেডিয়ামে সর্বশেষ চার ম্যাচের একটিতেও জয় পায়নি কোচ দিয়াগো সিমিওনের শিষ্যরা। রিয়ালের বিরুদ্ধেই এ খরা কাটাতে চান তারা। তবে চাপে থাকা রিয়ালও জয় ছাড়া কিছুই ভাবছে না। দলটির কোচ জিনেদিন জিদান বলেন, ইতোমধ্যে আমরা অনেক পয়েন্ট খুইয়েছি। শিরোপা রেসে থাকতে হলে আমাদের এই ম্যাচে তিন পয়েন্ট পাওয়া জরুরী।
×