ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়ের প্রেসিডেন্ট মুগাবে ‘গৃহবন্দী’

প্রকাশিত: ০৭:৫১, ১৬ নভেম্বর ২০১৭

জিম্বাবুইয়ের প্রেসিডেন্ট মুগাবে ‘গৃহবন্দী’

জনকণ্ঠ ডেস্ক ॥ জিম্বাবুইয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে রাজধানী হারারেতে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। জুমার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, বুধবার জুমা টেলিফোনে মুগাবের সঙ্গে কথা বলেছেন। খবর বিবিসির। ‘বুধবার ভোরে প্রেসিডেন্ট জুমা প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে কথা বলেছেন। মুগাবে তাকে আটকে রাখার ইঙ্গিত দিয়েছেন, যদিও তিনি সেখানে ভাল আছেন বলেও জানিয়েছেন।’ এ পরিস্থিতিতে সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি থেকে বিশেষ প্রতিনিধি দল জিম্বাবুইয়ে পাঠানো হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা জানান, তিনি মুগাবের সঙ্গে কথা বলেছেন। তিনি ইঙ্গিত দেন, ‘মুগাবে নিজের বাড়িতেই গৃহবন্দী হয়ে পড়েছেন, তবে ভাল আছেন।’ মঙ্গলবার মধ্যরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দখল করে নেয় সেনাবাহিনী। সেখানে চীফ অব স্টাফ লোজিস্টিক মেজর জেনারেল এসবি মোয়ো টেলিভিশনে দেয়া এক বিবৃতি পাঠ করেন। বলেন, ৯৩ বছর বয়সী মুগাবে ও তার পরিবার নিরাপদে ও ভাল আছেন। আমাদের একমাত্র টার্গেট মুগাবেকে ঘিরে থাকা অপরাধীরা। তাদের কারণেই দেশটিতে সামাজিক ও অর্থনৈতিক সঙ্কটের সৃষ্টি হয়। তাদের বিচারের আওতায় আনতে এ পদক্ষেপ। তিনি বলেন, এটি কোন অভ্যুত্থান নয়। এ অভিযান সম্পন্ন হলেই দেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে ওই বিবৃতিতে আশা প্রকাশ করেন সেনাবাহিনীর একজন মুখপাত্র। (পুর্ববর্তী খবর ৫-এর পাতায়)
×