ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টু ক রো - খ ব র

প্রকাশিত: ০৪:২৬, ১৫ নভেম্বর ২০১৭

টু ক রো - খ ব র

বিদ্যুত স্পৃষ্টে দফতরির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৪ নবেম্বর ॥ নালিতাবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টে আলাল উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পলাশীকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। সে স্থানীয় পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ে দফতরি পদে চাকরি করত। মঙ্গলবার সকাল ৭টার দিকে আলাল উদ্দিন তার নিজ বাড়িতে রোপিত একটি সেগুন গাছের ডাল কাটতে গাছের উপরে ওঠে। এ সময় আধাকাটা একটি ডাল পাশের বিদ্যুতের মেইন লাইনের সঙ্গে লেগে গেলে পুরো গাছটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। তখন তিনি বিদ্যুতের শক খেয়ে প্রায় ২০ ফুট উঁচু থেকে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। শরীয়তপুরে বাজারে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৪ নবেম্বর ॥ মঙ্গলবার ভোরে সদর উপজেলার সমিতির হাটে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে দুটি ওষুধের দোকান, একটি হোটেল, এতটি গ্যাস সিলিন্ডারের দোকান, দুটি মুদি দোকান, একটি দোকান ও দুটি গ্যারেজ রয়েছে। অগ্নিকা-ের ফলে স্বল্প আয়ের ব্যবসায়ীরা পথে বসেছে। সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আলোচিত শিপন হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আমান মাঝিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে পশ্চিম মাকহাটি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, পশ্চিম মাকহাটি কলার আরতের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। ২০০১ সালের মাকহাটি এলাকার আলোচিত শিপন হত্যা মামলার প্রধান আসামি আমান মাঝি। রাজশাহীতে আটক ৪৯ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীতে বিশেষ অভিযানে এক শিবির কর্মীসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নগর পুলিশের বিভিন্ন ইউনিট। মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার এ তথ্য জানিয়েছেন।
×