ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইএসবিরোধী লড়াইয়ে ইরাকের ক্ষতি ১০ হাজার কোটি ডলার

প্রকাশিত: ০৪:৩৬, ১৩ নভেম্বর ২০১৭

আইএসবিরোধী লড়াইয়ে ইরাকের ক্ষতি ১০ হাজার কোটি ডলার

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের ১০ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। শনিবার পবিত্র কারবালা শহরে এক বিশাল শিয়া জমায়েতে ভাষণদানকালে তিনি এ কথা জানান। ভাষণে তিনি বলেন, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী গণবাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিটস অংশ নিয়েছে। আইএসের বিরুদ্ধে যুদ্ধে হাজার হাজার কোটি ডলার ক্ষতি হলেও ইরাকের ভূখ- সন্ত্রাসমুক্ত করা, দেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা ও যেকোন হুমকির বিরুদ্ধে রুখে দাড়ানো এই তিন ক্ষেত্রে বাগদাদ সফল হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনী পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রুমানা উপশহরটি আইএসের কাছ থেকে পুরোপুরি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে খবর দিয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-ইরাকিয়া। -ওয়েবসাইট
×